৬ ডিসেম্বর, ১৮৮২ তারিখে নিউ সাউথ ওয়েলসের নেভারটায়ার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ বামহাতি ব্যাটসম্যানের পরিচিতি লাভ করেছেন। কেবলমাত্র দুই স্বদেশী স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও এএল হ্যাসেট তাঁর সংগৃহীত ৫৩টি প্রথম-শ্রেণীর শতককে ছাঁপিয়ে গেছেন। তন্মধ্যে ২৯টি করেছেন ইংল্যান্ডের মাটিতে।
১৮৯৯ সালে সিডনি ফার্স্ট গ্রেড প্রতিযোগিতায় গ্লেবের পক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে ক্রিকেট জগতে প্রবেশ করেন। ১৯০৩-০৪ মৌসুম থেকে ১৯২৬-২৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন।
১৯০৯ থেকে ১৯২৬ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ৪১ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯০৯ সালে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৭ মে, ১৯০৯ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বিল হুইটি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
প্রথম চার টেস্টের আট ইনিংসের মধ্যে সর্বোচ্চ ৪৬ রান তুলেন। তবে, ৯ আগস্ট, ১৯০৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে ইংরেজ বোলিং তুনোধুনো করে ১৩৬ ও ১৩০ রান তুলেন। এরফলে, প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টের উভয় ইনিংসে শতক হাঁকানোর কৃতিত্বের অধিকারী হন। এ পর্যায়ে সিড গ্রিগোরি’র সাথে উদ্বোধনী জুটিতে ১৮০ রান তুলেন। অস্ট্রেলীয় টেস্ট রেকর্ডটি পঞ্চাশ বছরের অধিক সময় টিকেছিল। তবে, খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। ঐ গ্রীষ্মে সাত শতক সহযোগে ৪৬.৩৯ গড়ে ২১৮০ রান সংগ্রহ করেছিলেন।
১৯১০-১১ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৯ ডিসেম্বর, ১৯১০ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ১০৪ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১৩২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। সফরকারীরা ইনিংস ও ১১৪ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
দৃশ্যতঃ দেশের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯১২ সালে আট শতক সহযোগে ৫১ গড়ে ২৪৪১ রান তুলে সর্বাধিক রান সংগ্রহের অধিকারী হন। ঐ বছর সিড গ্রিগোরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৭ মে, ১৯১২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১২১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ঐ খেলায় তাঁর দল ইনিংস ও ৮৮ রানে জয়লাভ করে।
প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনেকের ন্যায় তাঁরও মূল্যবান পাঁচ বছর নষ্ট হয়। ১৯২০ সালে টেস্ট ক্রিকেট পুণরায় শুরু হলেও তখন তিনি ত্রিশের বয়সের কোটার শেষদিকে ছিলেন। তাঁর খেলার ছন্দও একই ছিল না। ১৯২০ থেকে ১৯২৬ সময়কালে ২১ টেস্ট থেকে মাত্র একটি শতরানের সন্ধান পান। বিল পন্সফোর্ড, বিল উডফুল ও হার্বি কলিন্সের ন্যায় উদীয়মান উদ্বোধনী ব্যাটসম্যানের দাপটে দল থেকে স্থানচ্যূত হন।
১৯২১-২২ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে নিয়মিত অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রংয়ের অসুস্থতার কারণে হার্বি কলিন্সের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ৫ নভেম্বর, ১৯২১ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫ ও ২৩ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯২৬ সালে হার্বি কলিন্সের নেতৃত্বাধীন অজি দলের অন্যতম সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৪ আগস্ট, ১৯২৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২ ও ২১ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ২৮৯ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
তবে, ঘরোয়া ক্রিকেটে খেলার ধারা অব্যাহত রাখেন। ১৯২০-এর দশকের শুরু থেকে নিউ সাউথ ওয়েলসের পক্ষে ত্রিশোর্ধ্ব গড়ে রান তুলেছিলেন। ১৯২৬-২৭ মৌসুমের শেষদিকে প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। এ পর্যায়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৫০-এর অল্প কম গড়ে ১৭০৩১ রান সংগ্রহ করেছিলেন। ১৯৩৩ সাল পর্যন্ত ওয়েস্টার্ন সাবার্বসের পক্ষে গ্রেড ক্রিকেট খেলতে থাকেন। ১৯১৯ সালে দলটিতে যোগ দেন। এরপর থেকে ৫০ গড়ে ১২১১০ রান তুলে সিডনি ফার্স্ট গ্রেড প্রতিযোগিতায় রেকর্ড গড়েন।
সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার দল নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৬ সালে জ্যাক গ্রিগোরি’র সাথে যৌথভাবে £১,৫০০ পাউন্ড-স্টার্লিং আর্থিক অনুদান পান। পঞ্চাশের বয়সে এসেও গ্লেবের পক্ষে ক্লাব ক্রিকেটে খেলতেন।
১৯১০ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ২০ জানুয়ারি, ১৯৫৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের কলারয় প্লেটু এলাকায় ৭১ বছর ৪৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তাঁর ভ্রাতা রেমন্ডন ‘মিক’ বার্ডসলি নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলেছেন।
