তেম্বা বাভুমা
১৭ মে, ১৯৯০ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করছেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
ছোটখাটো ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার অধিকারী। তাসত্ত্বেও, অপূর্ব ধৈর্য্যশীলতার স্বাক্ষর রেখে খেলায় অংশ নিচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম-পেস ও তড়িৎগতিতে ফিল্ডিং করে থাকেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গটেং ও লায়ন্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইম্পেরিয়াল লায়ন্স জোহানেসবার্গের পক্ষে খেলেছেন। ১৮ বছর বয়সে গটেংয়ের পক্ষে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন শুরু করেন।
ঘরোয়া পর্যায়ে কেপ কোবরাজের সাথে চুক্তিতে উপনীত হয়েছেন। ২০১০-১১ মৌসুমে জোহানেসবার্গভিত্তিক হাইভেল্ড লায়ন্সের পক্ষে খেলেছেন। ২ অক্টোবর, ২০০৮ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত গটেং বনাম ইস্টার্ন প্রভিন্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। এর তিন বছর পর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। উপর্যুপরী দুই মৌসুম ‘এ’ দলের পক্ষে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করতে থাকেন। ফলশ্রুতিতে, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্যে তাঁকে টেস্ট দলে ঠাঁই দেয়া হয়। এছাড়াও, দলে ঠাঁই লাভের প্রশ্নে গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসের অবসর এবং এবি ডি ভিলিয়ার্সের ক্রমাগত আঘাতের কারণে তাঁকে এ সুযোগ এনে দেয়।
২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ২০১৪-১৫ মৌসুমে নিজ দেশে ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০১৪ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, টেস্ট অভিষেক পর্বটিকে স্মরণীয় করে রাখতে পারেননি। ছন্দ ফিরে পেতে বেশ হিমশিম খান। মাখায়া এনটিনি’র পর প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলেছেন।
২০১৪-১৫ মৌসুমে নিজ দেশে দিনেশ রামদিনের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২ জানুয়ারি, ২০১৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১০ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ ও সমসংখ্যক রান-আউটের সাথে নিজেকে জড়ান। তবে, এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ৮ উইকেটে জয় পায়। ঐ সিরিজে দলীয় অধিনায়ক হাশিম আমলা’র দূর্দান্ত ব্যাটিংশৈলীতে তাঁর দল ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল।
২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে হাশিম আমলা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের অন্যতম সদস্যরূপে ভারত গমন করেন। ৩ ডিসেম্বর, ২০১৫ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২২ ও ৩৪ রান সংগ্রহ করেন। অজিঙ্কা রাহানে’র জোড়া শতকের বদৌলতে সফরকারীরা ৩৩৭ রানে পরাজিত হলে ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০১৬ সালে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অপূর্ব খেলেন। নববর্ষের ঐ টেস্টে ১০২ রানের অপরাজিত শতক হাঁকান। এরফলে, প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে টেস্ট ক্রিকেটে শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। এ বছর অস্ট্রেলিয়া সফরে তাঁর ফিল্ডিং সকলের নজর কাড়ে।
২০১৭ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর ডিন এলগারের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৬ জুলাই, ২০১৭ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। খেলায় তিনি ৫৯ ও ২১ রান সংগ্রহ করে উভয় ইনিংসে মঈন আলী’র শিকারে পরিণত হন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, ০/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। মঈন আলী’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়ানৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ২১১ রানে পরাজিত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
২০২০-২১ মৌসুমে কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে পাকিস্তান গমন করেন। ৪ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ৮ রানে পৌঁছানোকালে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৪৪* ও ৬১ রান সংগ্রহসহ একটি রান-আউটের সাথে নিজেকে জড়ান। হাসান আলী’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৯৫ রানে পরাজিত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেন। এরফলে, প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে দলের অধিনায়কত্ব করার কৃতিত্বের অধিকারী হন। জুন, ২০২২ সালে আঘাতের কারণে ইংল্যান্ড সফর করা থেকে তাঁকে বিরত থাকতে হয়।
২০২০ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা ফোর-ডে সিরিজ বিজয়ী ও ২০২১ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ চ্যালেঞ্জ বিজয়ী হন।
২০২১-২২ মৌসুমে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ৩১ মার্চ, ২০২২ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ৮২ রানে পৌঁছানোকালে টেস্টে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৯৩ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। তবে, কেশব মহারাজের অসাধারণ বোলিং সাফল্যে স্বাগতিকরা ২২০ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০২২-২৩ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৮ মার্চ, ২০২৩ তারিখে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের স্বাক্ষর রাখেন। অধিনায়কের দায়িত্বে থেকে ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১০২ রান অতিক্রম করেন। খেলায় তিনি ২৮ ও ১৭২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জেসন হোল্ডারের শিকারে পরিণত হন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীসহ সমসংখ্যক রান-আউটের সাথে নিজেকে জড়ান। তাঁর অনবদ্য ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২৮৪ রানে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
২০২৪ সালে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর স্প্রিংবককে নেতৃত্ব দিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ৭ আগস্ট, ২০২৪ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশগ্রহণ করেন। অধিনায়কের দায়িত্বে থেকে ব্যক্তিগতভাবে সফল ছিলেন। প্রথম ইনিংসে ৩ রানে পৌঁছানোকালে টেস্টে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৮৬ ও ১৫* রান সংগ্রহ করেছিলেন। কেশব মহারাজের দূর্দান্ত বোলিংশৈলী প্রদর্শন স্বত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে ধনঞ্জয় ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৭ নভেম্বর, ২০২৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৭০ ও ১১৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বিশ্ব ফার্নান্দো’র শিকারে পরিণত হন। তবে, মার্কো জানসেনের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২৩৩ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই মৌসুমে নিজ দেশে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে পৌঁছানোকালে টেস্টে ৩৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৩১ ও ৪০ রান সংগ্রহ করেন। এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২ উইকেটে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১০৬ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। রায়ান রিকেলটনের দূর্দান্ত দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভের পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত খেলায় অংশ নিতে স্প্রিংবককে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ড গমন করেন। ১১ জুন, ২০২৫ তারিখে লর্ডসে অনুষ্ঠিত অপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৩৬ ও ৬৬ রান সংগ্রহ করে উভয় ইনিংসে প্রতিপক্ষীয় অধিনায়ক প্যাট কামিন্সের শিকারে পরিণত হন। তবে, এইডেন মার্করামের অল-রাউন্ড নৈপুণ্যে তাঁর দল ৫ উইকেটে জয়লাভ করলে শিরোপা বিজয়ী হয়।