| |

সাকলাইন মুশতাক

২৯ ডিসেম্বর, ১৯৭৬ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

বিশ্বের সেরা স্পিনারদের অন্যতম ছিলেন। স্পিনের উপর তাঁর অসম্ভব নিয়ন্ত্রণ ছিল। দুসরার জন্যে সবিশেষ পরিচিতি লাভ করেন। ব্যাটসম্যানের কাছে বেশ দূর থেকে অফ-স্পিনারের ন্যায় ভঙ্গীমা প্রদর্শন করতেন। দ্রুতলয়ে কয়েক কদম পাড়ি দিয়ে দৃশ্যতঃ নো-বল করার ন্যায় বল ফেলতেন। সর্বোপরি, প্রথমদিকের অন্যতম স্পিনার হিসেবে ব্যাটসম্যানদেরকে বিভ্রান্তিতে ফেলে একমুখী স্পিনের পরিবর্তে ভিন্নমুখী স্পিন করার পন্থার প্রচলন ঘটান। তবে, ব্যাট হাতে তিনি মোটেই সুবিধে করতে পারেননি। তাসত্ত্বেও বোলিংয়ের কল্যাণে নয় বছরের অধিক জাতীয় দলের পক্ষে খেলেছিলেন।

কিছুটা দ্রুতলয়ে বোলিং কর্মে অগ্রসর হন ও বল ফেলার পূর্ব মুহূর্তে একটু বিরতি নিতেন। নিজেকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত করেন। তবে, খেলায় বিচিত্রমূখী বোলিংয়ের কারণেও সমালোচিত হয়েছেন। প্রায়শঃই ক্রিজে আসা ব্যাটসম্যানের বিপক্ষে প্রথমেই দুসরা মারতেন। পাকিস্তানের সফলতায় নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এ সাফল্য মূলতঃ উপমহাদেশেই পেয়েছেন।

জনৈক কেরাণীর সন্তান ছিলেন। স্বীয় ভ্রাতা সিবতাইন মুশতাককে নিয়ে দারিদ্র্যতার মাঝে শিক্ষাজীবন অতিবাহিত করেন। মাত্র ১৩ বছর বয়সে জারিফ মেমোরিয়াল ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশের পক্ষে ক্রিকেট খেলতে শুরু করেন। খেলোয়াড়ী জীবনের শুরু থেকেই নিজেকে অফ-স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করার কথা ঘোষণা করেছিলেন। লাহোরের গভর্নমেন্ট এম.এ.ও কলেজের পক্ষে খেলতে থাকেন। উপর্যুপরী তিন বছর ক্রিকেট চ্যাম্পিয়নশীপ জয় করেন।

৫ ফুট ৭ ইঞ্চি (১.৭২ মিটার) উচ্চতার অধিকারী। ১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০৮-০৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে সরব ভূমিকা রেখেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে ইসলামাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে ও সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, আয়ারল্যান্ড ও লাহোর বাদশাহের পক্ষে খেলেছেন।

১৭ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পক্ষে প্রথমবারের মতো অংশ নেন। প্রথম মৌসুমে ৫২ উইকেট দখল করলে পাকিস্তান ‘এ’ দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে একাধারে আট মৌসুম খেলেছেন।

১৯৯৫ থেকে ২০০৪ সময়কালে পাকিস্তানের পক্ষে সব মিলিয়ে ৪৯ টেস্ট ও ১৬৯টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৯৫-৯৬ মৌসুমে নিজ দেশে অর্জুনা রানাতুঙ্গা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ৮ সেপ্টেম্বর, ১৯৯৫ তারিখে পেশাওয়ারে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কা দলের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ইজাজ আহমেদ জুনিয়রের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে দুই উইকেট লাভ করেন। এরপর আরও দুই উইকেট নিয়েছিলেন। তবে, ওয়াসিম আকরামের অল-রাউন্ড ক্রীড়াশৈলীতে স্বাগতিকরা ইনিংস ও ৪০ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। সব মিলিয়ে ঐ সিরিজে নয় উইকেট পেয়েছিলেন।

এরপর, একই সফরে ২৯ সেপ্টেম্বর, ১৯৯৫ তারিখে গুজরানওয়ালায় একই প্রতিপক্ষের বিপক্ষে ওডিআই অভিষেক হয়। কোন উইকেট লাভের সৌভাগ্য না হলেও পাকিস্তান দল নয় উইকেটে জয় পায়।

পুরো খেলোয়াড়ী জীবনই সফলতার সাথে অতিবাহিত করেছিলেন। শুরুটাও বেশ দূর্দান্ত ছিল। ওডিআইয়ে দ্রুততম ১০০ উইকেটের তৎকালীন রেকর্ড ভঙ্গ করেন। বলে অসম্ভব নিয়ন্ত্রণের কারণে নিয়মিতভাবে শেষের ওভারগুলোয় বোলিং করতেন। পরবর্তীতে অবশ্য অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক রেকর্ডটি নিজের করে নিয়েছেন। পরবর্তী সিরিজেই বড় ধরনের সফলতা নিয়ে আসেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট থেকে ১৪ উইকেট দখল করেন। এরপর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় উইকেট ও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন।

১৯৯৬-৯৭ মৌসুমে রমিজ রাজা’র নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে শ্রীলঙ্কা গমন করেন। ১৯ এপ্রিল, ১৯৯৭ তারিখে কলম্বোর আরপিএসে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। ৫/৮৯ ও ৪/১৩৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৫৮ রান সংগ্রহ করেছিলেন। তাঁর অসামান্য অল-রাউন্ড ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৯৬-৯৭ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিম আকরাম ও সাকলাইন মুশতাকের সংগৃহীত ৩১৩ রান অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের মর্যাদা পাচ্ছে।

১৯৯৯ সালে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে স্বর্ণালী মুহূর্ত অতিবাহিত করেন। চেন্নাইয়ে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে প্রথমবারের মতো দশ উইকেট দখল করেন। শচীন তেন্ডুলকরকে ১৩৬ রানে বিদেয় করেন। এরফলে স্বাগতিক দলের নিশ্চিত জয়কে পরাজয়ে রূপান্তর করেন। ১২ রানের নাটকীয় ব্যবধানে জয় পায় তাঁর দল। দ্বিতীয় টেস্টে আবারও দশ উইকেট পান। তবে, পাকিস্তান দল জয় পায়নি।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে দশ উইকেট ও ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট পান। ২০০০-০১ মৌসুমে নিজ দেশে নাসের হুসাইনের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৫ নভেম্বর, ২০০০ তারিখে লাহোরে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে প্রদর্শনে অগ্রসর হয়েছিলেন। ৮/১৬৪ ও ১/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নেয়ার সুযোগ নিয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন। তাঁর দূর্দান্ত ক্রীড়াশৈলীর কারণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

দুইবার নিজ নামের পার্শ্বে হ্যাট্রিক লিখিয়েছেন। উভয় ক্ষেত্রেই দূর্বলতর দল জিম্বাবুয়ে ছিল। এছাড়াও, বিশ্বকাপে প্রথম পাকিস্তানী খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক লাভের গৌরব অর্জন করেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এ সফলতা পান। ১১ জুন, ১৯৯৯ তারিখে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারতের চেতন শর্মা’র পর দ্বিতীয় হ্যাট্রিক করার কৃতিত্বের অধিকারী হন। হেনরি ওলোঙ্গা ও অ্যাডাম হাকলকে মঈন খানের স্ট্যাম্পিং এবং স্টিভ বাকনরের অঙ্গুলী হেলনে এম এমবাঙ্গাকে এলবিডব্লিউতে বিদেয় করেছিলেন। এছাড়াও, ওয়াসিম আকরামের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওডিআইয়ে দুইবার হ্যাট্রিক করেছেন। পরবর্তীতে অবশ্য চামিণ্ডা ভাসলাসিথ মালিঙ্গা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রসঙ্গতঃ ১৯৯৬ সালে পেশাওয়ারে একই দলের গ্র্যান্ট ফ্লাওয়ার, জন রেনি ও অ্যান্ডি হুইটলকে উপর্যুপরী বিদেয় করেছিলেন। এরফলে, একমাত্র বোলার হিসেবে একই প্রতিপক্ষের বিপক্ষে ওডিআইয়ে দুইটি হ্যাট্রিকধারী হন।

২০০০-০১ মৌসুমে মঈন খানের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড গমন করেন। ৮ মার্চ, ২০০১ তারিখে অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪/৪৮ ও ৪/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাটিংয়ে নেমে উভয় ইনিংসে ২ রান করে সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, মোহাম্মদ সামি’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ২৯৯ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ১৫ মার্চ, ২০০১ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। কয়েকটি ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৭৯ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১০১* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/১৩৪ ও ০/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করেছিলেন। তবে, ম্যাথু সিনক্লেয়ারের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা এগিয়ে যায়।

পূর্বেকার ক্রীড়াশৈলী ধরে রাখতে না পারার পাশাপাশি শোয়েব মালিকের অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন ও ব্যতিক্রমী বোলিংশৈলীর অধিকারী লেগ-স্পিনার দানিশ কানেরিয়া’র সাফল্যে ম্লান হতে থাকেন। ২০০৩-০৪ মৌসুমে নিজ দেশে চীরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সিরিজে আবারও তাঁকে নেয়া হয়। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৮ মার্চ, ২০০৪ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। তবে, এ টেস্টে ২০৪ রান খরচায় এক উইকেট পেলে দ্রুত বিস্মৃতির অন্তরালে চলে যেতে থাকেন। এছাড়াও, ৫ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, বীরেন্দ্র শেহবাগের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৫২ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

ক্রমাগত আঘাত লাভের পাশাপাশি জাতীয় দলে উদীয়মান স্পিনারদের উত্থানে ২০০৪-০৫ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ৭ অক্টোবর, ২০০৩ তারিখে ফয়সালাবাদে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন।

এরপর কাউন্টি ক্রিকেট ও ইন্ডিয়ান ক্রিকেট লীগে যুক্ত হয়ে পড়েন। ২০০৭ সালে মুশতাক আহমেদের সাথে সাসেক্সের পক্ষে দুই বছরের চুক্তিতে খেলার জন্যে স্বাক্ষর করেন। এক পর্যায়ে ইংল্যান্ডের পক্ষে খেলার সম্ভাবনাও দেখা দিয়েছিল। অনুমোদনবিহীন ইন্ডিয়ান ক্রিকেট লীগে অংশ নেয়ায় এ সম্ভাবনা স্তিমিত হয়ে পড়ে। তবে, একই বছরে তিনি সারেতে চলে আসেন। ২০০৮ সালে সারে থেকে তাঁকে অবমুক্তি দেয়া হয়। এরফলে, কার্যতঃ খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে ও ওভালের সাথে ১১ বছরের সম্পর্কের ইতি ঘটে। সব মিলিয়ে ১৯৪টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৮৩৩ উইকেট এবং লিস্ট-এ ক্রিকেটে ৩২৩ খেলা থেকে ৪৭৮ উইকেট পেয়েছেন। ২০০০ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ২০১৭ সাল থেকে ইসিবিতে স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত। সানা মুশতাক নাম্নী এক রমণীর সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।

Similar Posts

  • | | |

    রাহুল দ্রাবিড়

    ১১ জানুয়ারি, ১৯৭৩ তারিখে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ শীর্ষসারির ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। মাঝে-মধ্যে উইকেট-রক্ষণ কর্মে অগ্রসর হয়ে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেন্ট যোসেফস বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেছেন। খুব সম্ভবতঃ অন্যতম সর্বশেষ ধ্রুপদী মানসম্পন্ন…

  • |

    ম্যাট হর্ন

    ৫ ডিসেম্বর, ১৯৭০ তারিখে অকল্যান্ডের টাকাপুনা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯২-৯৩ মৌসুম থেকে ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও ওতাগো দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৭ থেকে…

  • | | |

    সনথ জয়সুরিয়া

    ৩০ জুন, ১৯৬৯ তারিখে মাতারায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিকে অংশ নিয়েছিলেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। যখনই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রথমবারের মতো পদার্পণ করেছেন, ঠিক তখন থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসে অন্যতম শক্তিধর খুঁটির…

  • | |

    দীপক সোধন

    ১৮ অক্টোবর, ১৯২৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের আহমেদাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন। নিজের সেরা দিনগুলোয় দৃষ্টিনন্দন স্ট্রোকের ফুলঝুঁড়ি ছোটাতেন। ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৬১-৬২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…

  • | | | |

    হানিফ মোহাম্মদ

    ২১ ডিসেম্বর, ১৯৩৪ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের জুনাগড়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, প্রশাসক ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি দলের প্রয়োজনের উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানী ক্রিকেটের প্রথম তারকা খেলোয়াড় ছিলেন। রান তোলার ক্ষেত্রে ডন ব্র্যাডম্যানের…

  • | | |

    অরবিন্দ ডি সিলভা

    ১৭ অক্টোবর, ১৯৬৫ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতার স্বাক্ষর রেখেছেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করেছেন। পিতা স্যাম তাঁর উপযোগী বিদ্যালয় খুঁজে বের করতে বেশ হিমশিম খেয়েছিলেন। অবশেষে ডিএস সেনানায়েকে কলেজ আরআইটি অ্যালিসের অধ্যক্ষকে প্রথম গ্রেডে ভর্তি করাতে সক্ষম হন। খুব…