| |

সঞ্জীব শর্মা

২৫ আগস্ট, ১৯৬৫ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারত দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন।

১৯৮৩-৮৪ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি, রেলওয়ে ও রাজস্থানের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮০-এর দশকের দ্বিতীয়ার্ধ্বে ভারতের দ্রুতগতিসম্পন্ন বোলারের মর্যাদা পেয়েছিলেন। ডানহাতি মিডিয়াম পেস বোলিং করতেন। কপিল দেবের সাথে বোলিং উদ্বোধনে অংশ নিতে কয়েকজন বোলারের অন্যতম ছিলেন।

১৯৮৮ থেকে ১৯৯০ সময়কালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্ট ও ২৩টি ওডিআইয়ে অংশ নিয়েছেন। নিজেকে মেলে ধরতে না পারলেও পেস ও সম্ভাব্যতার বিচারে ১৯৮৮ সালের শুরুতে ভিভ রিচার্ডসের নেতৃত্বাধীন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ওডিআইয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন। ২ জানুয়ারি, ১৯৮৮ তারিখে কলকাতায় অনুষ্ঠিত ওডিআইয়ে প্রথম খেলেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রেখে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫/২৬ লাভ করে দলকে জয় এনে দিয়েছিলেন। এ পর্যায়ে এটিই ভারতের যে-কোন বোলারের সেরা সাফল্য ছিল। এরফলে, নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট দলে তাঁর ঠাঁই হয়।

১৯৮৮-৮৯ মৌসুমে নিজ দেশে জন রাইটের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২ ডিসেম্বর, ১৯৮৮ তারিখে হায়দ্রাবাদের ডেকানে অনুষ্ঠিত নিজের প্রথম টেস্টে দারুণ খেলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী হবার ফলে প্রথম ইনিংসে দ্রুত বোলিংয়ে ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত হন। ৩/৩৭ ও ০/১৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১৮* রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে তাঁর দল ১০ উইকেটে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল।

এরপর, ১৯৮৯ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনের সুযোগ পান। তবে, কোন টেস্টে তাঁকে খেলানো হয়নি। সফরের শেষ পর্যায়ে জ্যামাইকার বিপক্ষে ৪/৬১ পেয়েছিলেন। ১৯৯০ সালের গ্রীষ্মে পরের টেস্টে অংশ নেন। ঐ বছর মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৬ জুলাই, ১৯৯০ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। তাঁর বলে গ্রাহাম গুচ ৩৬ রানে থাকাকালে কিরণ মোরে গ্লাভস বন্দী করতে ব্যর্থ হলে ইংরেজ অধিনায়ক ৩৩৩ রান তুলেন ও দ্বিতীয় ইনিংসে আরও ১২৩ রান সংগ্রহ করেন। ঐ টেস্টে তিনি ১/১২২ ও ২/৭৫ পান। স্বাগতিক দল ২৪৭ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এ সফরেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হলেও ঘরোয়া ক্রিকেটে সরব ছিলেন। দিল্লির পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে, রেলওয়ে ও রাজস্থানের সদস্যরূপে অনেকগুলো উইকেট দখল করেছিলেন। এছাড়াও, নিচেরসারিতে খেলে কয়েকটি শতরানের ইনিংস খেলেন। প্রায় ২০ বছরের খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। নভেম্বর, ২০০৪ সালে প্রতিযোগিতাধর্মী ক্রিকেট জগতকে বিদেয় জানান। ২ সেপ্টেম্বর, ২০০৬ তারিখে দিল্লির কিশোর দলের কোচ হিসেবে মনোনীত হন। এ পর্যায়ে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ঐ তিন স্তরের রাজ্য দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন।

Similar Posts

  • | |

    এডো ব্রান্ডেস

    ৫ মার্চ, ১৯৬৩ তারিখে নাটালের পোর্ট শেপস্টোন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘চিকেন জর্জ’ ডাকনামে পরিচিতি লাভ করেন। প্রিন্স এডওয়ার্ড স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৮৫ থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • | |

    জন রিডম্যান

    ৯ অক্টোবর, ১৮৬৫ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার গিলবার্টন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘ডিনি’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। দর্শনীয় ব্যাটসম্যান না হলেও কার্যকর ভূমিকা পালন করতেন। পরিবর্তিত বোলার হিসেবে ব্যবহৃত হতেন। প্রকৃতমানসম্পন্ন ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ…

  • |

    সাঈদ আজমল

    ১৪ অক্টোবর, ১৯৭৭ তারিখে পাঞ্জাবের ফয়সালাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নেমেও কার্যকর ভূমিকার স্বাক্ষর রাখতেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। ১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।…

  • | |

    জোয়েল গার্নার

    ১৬ ডিসেম্বর, ১৯৫২ তারিখে বার্বাডোসের এন্টারপ্রাইজ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের প্রভাব বিস্তারে অন্যতম ফাস্ট বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ক্রিকেট জগতে তিনি জ্যামাইকার জাতীয় পাখী ডক্টর…

  • |

    অ্যান্ড্রু হল

    ৩১ জুলাই, ১৯৭৫ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। হোরস্কুল আলবার্টনে অধ্যয়ন করেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়ার পূর্বে অভ্যন্তরীণ ক্রিকেট খেলতেন। শুরুতে তাঁকে বোলার হিসেবে চিত্রিত করা হয়েছিল ও নিচেরসারিতে কার্যকর ব্যাটসম্যান…

  • |

    কামরুল ইসলাম

    ১০ ডিসেম্বর, ১৯৯১ তারিখে বরিশালে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং উপযোগী পিচেই খেলোয়াড়ী জীবনের শুরুরদিকের সময়কাল অতিবাহিত করেছিলেন। ২০০৮-০৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে…