২৯ মে, ১৮৩৯ তারিখে নিউ সাউথ ওয়েলসের সারে হিলস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণ কর্মে মনোনিবেশ ঘটাতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৮৫৭-৫৮ মৌসুম থেকে ১৮৭৯-৮০ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ অস্ট্রেলিয়ার পক্ষাবলম্বন করেছেন। ১১ জানুয়ারি, ১৮৫৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের মধ্যকার খেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৮৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে জেমস লিলিহোয়াইট জুনিয়রের নেতৃত্বাধীন দলের মুখোমুখি হন। ১৫ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে খেলার গৌরব অর্জন করেন। খেলায় তিনি ১/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১ ও ৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৪৫ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ৩১ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৮ ও ৪১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্ট খেলেন। অংশগ্রহণকৃত টেস্টগুলোই ইতিহাসের প্রথম দুই টেস্ট ছিল। উভয় টেস্টেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন। প্রথম খেলোয়াড় হিসেবে বিদেয় নেন।
ব্যবসায়িক ব্যস্ততার কারণে তাঁর খেলোয়াড়ী জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ১৮৭৮ সালে ইংল্যান্ড গমনার্থে তাঁকে দলে রাখা হলেও তিনি এ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন। অস্ট্রেলীয় ক্রিকেটের শুরুর দিনগুলোয় বড় মাপের খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন। নিয়মিতভাবে খেলতেন। তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটে তেমন বড় ধরনের সফলতা পাননি। ২০ বছর নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলেছেন।
২ সেপ্টেম্বর, ১৮৯৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের বারউড এলাকায় ৫৭ বছর ৯৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
