| |

নরেন তামানে

৪ আগস্ট, ১৯৩১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন।

অনেক ক্রিকেট বিশ্লেষকের কাছেই তিনি ভারতের সেরা উইকেট-রক্ষক হিসেবে বিবেচিত হয়েছিলেন। বিশ্ব মানসম্পন্ন স্পিনারদের বল অবলীলাক্রমে মোকাবেলা করেছেন উইকেটের পিছনে অবস্থান করে। ওয়ালি গ্রাউট তাঁকে ডন টলনের সাথে তুলনায় এনেছিলেন। এমনকি অনেকের ন্যায় ডন ব্র্যাডম্যানও তাঁর সর্বশ্রেষ্ঠ উইকেট-রক্ষকের মর্যাদাদান করেছিলেন। স্ট্যাম্পের পিছনে দূর্দান্ত ভূমিকা রাখতেন। গুলাম আহমেদ, সুভাষ গুপ্তে কিংবা বিনু মানকড়ের বল সুন্দরভাবে সামলাতেন। এছাড়াও, অস্ট্রেলীয়দের আতঙ্ক হিসেবে জসু প্যাটেলের বল যুৎসঁইভাবে গ্লাভসবন্দী করতেন। পাশাপাশি, সুইং বলও দারুণভাবে সামলান।

১৯৫৫ থেকে ১৯৬১ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ২১ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৫৪-৫৫ মৌসুমে বিনু মানকড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে পাকিস্তান গমন করেন। ১ জানুয়ারি, ১৯৫৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। পানানমল পাঞ্জাবি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, তিনটি ক্যাচ ও দুইটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়িয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে সবিশেষ পরিচিতি লাভ করেন। দ্য হিন্দুর প্রতিনিধি লিখেছিলেন যে, যে-কোন অধিনায়কই তাঁর ন্যায় খেলোয়াড়কে দলে নিতে চাইবেন। তাঁর মাঝে ঝলকানী নেই ঠিকই, তবে তাঁর কৌশল এক কথায় অপূর্ব। পলি উমরিগড় তাঁর সম্পর্কে মন্তব্য করেন যে, তিনি বোলারদের বল হাতে ধরার ভঙ্গী দেখেই বুঝতে পারতেন। সুভাষ গুপ্তে’র ন্যায় স্পিনারদের দৌঁড়ে বোলিং করা দেখেই বুঝে নিতে যে তিনি কোন ধরনের বোলিং করবেন।

আরও কিছুটা ব্যাটিংয়ে পারদর্শীতা প্রদর্শন করতে পারলে হয়তোবা আরও অধিক টেস্ট খেলার সুযোগ সন্দেহাতীতভাবেই পেতেন। দল নির্বাচকমণ্ডলী তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় ও নানা জোশী’র দিকে ধাবিত হয়। এরপর, বুধি কুন্দরনের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে তাঁর গ্লাভসের অপূর্ব দক্ষতা মার খায়।


কাকতালীয়ভাবে খেলোয়াড়ী জীবনের শুরুটা ব্যাট হাতে তুলনামূলকভাবে ভালো খেলেন। বাহাওয়ালপুরে নিজস্ব দ্বিতীয় ইনিংসে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। নয় নম্বরে মাঠে নেমে গুলাবরাই রামচাঁদের সাথে ৮২ ও শেষ উইকেটে আরও ৩৬ রান যুক্ত করেছিলেন। তবে, পরবর্তী ১৯ টেস্টে মাত্র সাতোর্ধ্ব গড়ে রান পেয়েছিলেন। তন্মধ্যে, আটটিতেই শূন্য রানের সন্ধান পান।

প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৮ গড়ে ১৪৫৯ রান পেয়েছেন। তবে, ৯৩ খেলায় অংশ নিলেও মাত্র ৯৬বার ব্যাট হাতে তাঁকে মাঠে নামার সুযোগ দেয়া হয়েছিল। এ পর্যায়ে অবশ্য বোম্বে দলের একাধিপত্য বজায় ছিল। এছাড়াও, এ অবস্থানেই তিনি ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

তদুপরি, স্ট্যাম্পের পিছনে তিনি অধিক সুযোগ পেয়েছেন। দলে অন্তর্ভুক্তির পর থেকে মাধব মন্ত্রীকে কেবলই ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়। ২৫৩টি ডিসমিসালের মধ্যে ৭৯টি স্ট্যাম্পিং করেছেন। টেস্টে এ সংখ্যাটি ৫১-এর মধ্যে ১৬। ১৯৫৪-৫৫ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সিরিজে ১৯টি ডিসমিসাল ঘটিয়ে ভারতীয় রেকর্ড গড়েন যা অদ্যাবধি অক্ষত রয়েছে। পরবর্তীতে সৈয়দ কিরমানি তাঁর এ রেকর্ডে যুক্ত হলেও ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজ থেকে পেয়েছেন।

এক পর্যায়ে ফারুক ইঞ্জিনিয়ার উইকেট-রক্ষণের জন্যে তাঁর স্থলাভিষিক্ত হন। এর পূর্বে কোন ভারতীয় উইকেট-রক্ষকই তাঁর অংশগ্রহণকৃত ২১ টেস্টের অধিক খেলতে পারেননি। প্রবীর সেন ও নানা জোশী’র সাথে তিনিও সৈয়দ কিরমানি’র পূর্ববর্তী যুগে সেরা উইকেট-রক্ষকের মর্যাদা পেয়েছেন।

প্রবীর সেন টেস্ট দলে থাকাকালে রঞ্জী ট্রফিতে বোম্বে দলের ব্যাটসম্যান হিসেবে মাধব মন্ত্রীকে যোগ্য সঙ্গ দিতেন। প্রবীর সেন ও নানা জোশী’র ন্যায় তিনি মানসম্মত স্পিনারদের বল উইকেটের পিছনে থেকে সামলে নিতেন। ৫১টি টেস্ট ডিসমিসালে ৩৫টি ক্যাচ ও ১৬টি স্ট্যাম্পিং করেছেন। তন্মধ্যে, সুভাষ গুপ্তে’র বল থেকে ৯ ক্যাচ ও ৯ স্ট্যাম্পিং এবং বিনু মানকড় ও গুলাম আহমেদ – উভয়ের বল থেকে সম্মিলিতভাবে ৮ ক্যাচ ও ৪ স্ট্যাম্পিং করেছিলেন। সংখ্যার দিক দিয়ে ফারুক ইঞ্জিনিয়ারের পূর্বে ভারতের যে-কোন উইকেট-রক্ষকদের মধ্যে সর্বাধিক ছিল। এ সময়ে প্রবীর সেন ২০ ক্যাচ ও ১১ স্ট্যাম্পিং এবং নানা জোশী ১৮ ক্যাচ ও ৯ স্ট্যাম্পিং করেছিলেন।

১৯৬০-৬১ মৌসুমে নিজ দেশে ফজল মাহমুদের নেতৃত্বাধীন পাকিস্তানীয় দলের মুখোমুখি হন। ৩০ ডিসেম্বর, ১৯৬০ তারিখে কলকাতায় অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। শূন্য রানে বিদেয় নেন ও একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ০-০ ব্যবধানে অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৯৮০-এর দশকে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন। এরপর, ১৯৯০-এর দশকের সূচনালগ্নে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সভাপতি হন।

১৯ মার্চ, ২০০২ তারিখে ৭০ বছর ২২৭ দিন বয়সে মুম্বইয়ের ক্লিনিকে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    গডফ্রে ইভান্স

    ১৮ আগস্ট, ১৯২০ তারিখে মিডলসেক্সের ফিঞ্চলে এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও, ডানহাতে কার্যকর ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে দক্ষ ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা উইকেট-রক্ষকের স্বীকৃতি লাভ করেছেন। ক্যান্টারবারিভিত্তিক কেন্ট কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৩৯ থেকে ১৯৬৭ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া…

  • | | | |

    ওয়াকার ইউনুস

    ১৬ নভেম্বর, ১৯৭১ তারিখে পাঞ্জাবের বিহারী এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। প্রায়শঃই তাঁকে ‘সুইংয়ের সুলতান’ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তরুণ বয়সে অন্যতম সেরা দ্রুতগতিসম্পন্ন বোলার ছিলেন। তিনি তাঁর সময়কালের অন্যতম…

  • |

    বিল প্লেল

    ১ ডিসেম্বর, ১৯৩৮ তারিখে মানাওয়াতুর পালমারস্টোন নর্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে অকল্যান্ড…

  • | | | |

    আমির সোহেল

    ১৪ সেপ্টেম্বর, ১৯৬৬ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। হার না মানার মানসিকতাসম্পন্ন বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। পিছনের পায়ের উপর ভর রেখে খেলতেন। সহজাত প্রকৃতির আক্রমণাত্মক ধাঁচে খেলতে পছন্দ করতেন…

  • | |

    নিপ পেলিও

    ২১ সেপ্টেম্বর, ১৮৯৩ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার পোর্ট পিরি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতে পারতেন। ১৯২০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘নিপ’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। অ্যাডিলেডভিত্তিক সেন্ট পিটার কলেজে অধ্যয়ন করেছেন। ১৯১২ সালে ক্রিকেটে সেন্টস দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফুটবলেও পর্যাপ্ত…

  • | |

    ডিন এলগার

    ১১ জুন, ১৯৮৭ তারিখে অরেঞ্জ ফ্রি স্টেটের ওয়েলকম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করে থাকেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার) উচ্চতার অধিকারী। দৃঢ় প্রত্যয় নিয়ে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটিয়ে থাকেন। ২০০৫ সালে ফ্রি স্টেটের পক্ষে…