|

মৈয়াঙ্ক আগরওয়াল

১৬ ফেব্রুয়ারি, ১৯৯১ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। প্রণব কুমার পাণ্ডে ও সুচিত্রা সিং দম্পতির সন্তান তিনি। একই এলাকা থেকে রাহুল দ্রাবিড়ের ন্যায় তারকা খেলোয়াড়ের উত্থান ঘটলেও তাঁর খেলার ধরন অনেকাংশেই বীরেন্দ্র শেহবাগের অনুরূপ। ভারতের টেস্ট দলের সদস্য। বলকে সপাটে মারেন ও বড় ধরনের রান সংগ্রহে তৎপরতা দেখান। সচরাচর ইনিংস উদ্বোধনে নামেন ও দলকে দূর্দান্তভাবে এগিয়ে নিয়ে যান। আগ্রাসী ভূমিকার কারণে পরিচিতি পেয়েছেন।

২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটক ও দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বেলাগাভি প্যান্থার্স, বেলারি তুস্কার্স, চেমপ্লাস্ট, দিল্লি ডেয়ারডেভিলস, ইন্ডিয়া ব্লু, ইন্ডিয়া রেড, কিংস ইলাভেন পাঞ্জাব, মাদ্রাজ ক্রিকেট ক্লাব, রাইজিং পুনে সুপারজায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও শামানুর দেবাঙ্গিরি ডায়মন্ডসের পক্ষে খেলেছেন।

২০০৮-০৯ মৌসুমে কোচবিহার ট্রফি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ দলের সফলতম রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। পাঁচ খেলা থেকে ৪৩২ রান তুলেছিলেন। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও তাঁর খেলার মান আশাপ্রদ ছিল না। ২০১২ সালের শেষদিকে বিজয় হাজারে ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয়। এর কিছুদিন পর ২০১৩ সালে কর্ণাটকের সদস্যরূপে ঝাড়খণ্ডের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। ১৪৪ বল থেকে ৯০ রান তুলেছিলেন তিনি। তবে, ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শন করতে না পারায় প্রায়শঃই রাজ্য দলে আসা-যাবার পালায় অবস্থান করতেন।

২০১৭ সালে স্বর্ণালী সময় অতিবাহিত করেন ও তাঁর খেলার বাঁক ঘুরে যায়। নভেম্বর, ২০১৭ সালে মহারাষ্ট্রের বিপক্ষে নিজস্ব প্রথম মনোরম ত্রি-শতক হাঁকান। এরফলে, দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপর থেকে স্বপ্ন বাস্তবায়নে তৎপর হতে থাকেন ও রানের ফল্গুধারা অব্যাহত রাখেন। ২০১৭-১৮ মৌসুমের রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। এরপর, একই বছর বিজয় হাজারে ট্রফিতেও দূর্দান্ত খেলতে থাকেন। মাত্র আট খেলা থেকে ৭২৩ রান তুলে ব্যাটিং তালিকায় শীর্ষে অবস্থান করেন। এরফলে, রঞ্জী ট্রফিতে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ জুন, ২০১৮ সালে বিসিসিআই কর্তৃপক্ষ তাঁকে মাধবরাও সিন্ধিয়া পুরস্কারে ভূষিত করে।

২০১৮ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বর, ২০১৮ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনার্থে ভারতের টেস্ট দলের সদস্যরূপে মনোনীত হন। তবে, ঐ সফরে সিরিজের কোন খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। কয়েক মাস পর কর্ণাটকের উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ’ আঘাতের কারণে দল থেকে বাদ পরলে শূন্যতা পূরণে তাঁকে ২০১৮-১৯ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরের জন্যে অন্তর্ভুক্ত করা হয়। অবশেষে, এমসিজিতে বক্সিং ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পান। ২৬ ডিসেম্বর, ২০১৮ তারিখে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। স্মরণীয় মুহূর্ত অতিবাহিত করেন। ৭৬ রান তুলে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী হন। এছাড়াও, প্রথম ইনিংসে ৪২ রান সংগ্রহসহ খেলায় তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। যশপ্রীত বুমরা’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ১৩৭ রানে জয় তুলে নেয় ও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

শুরুতে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় তাঁকে ভারত দলে রাখা হয়নি। কিন্তু, আঘাতের কারণে বিজয় শঙ্করকে দলের বাইরে রাখা হলে অনেকটা অপ্রত্যাশিতভাবে ইংল্যান্ড গমনার্থে দলের সদস্য করা হয়। তবে, প্রথম একাদশের বাইরেই তাঁকে রাখা হয়।

টেস্ট ক্রিকেটে নিজস্ব দক্ষতা ও ফুরফুরে মেজাজ অব্যাহত রাখতে থাকেন। ২০১৯-২০ মৌসুমে নিজ দেশে ফাফ ডু প্লিসি’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। নিজস্ব প্রথম টেস্ট শতক হাঁকান। ধীরলয়ে হলেও নিজেকে দলের নিয়মিত সদস্যের আসনে নিয়ে আসেন। রোহিত শর্মা’র সাথে উদ্বোধনী জুটিতে তিনবার শতরান তুলেন।

১০ অক্টোবর, ২০১৯ তারিখে পুনেতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ৩ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ১০৮ রান সংগ্রহ করেছিলেন। দলীয় অধিনায়ক বিরাট কোহলি’র অসাধারণ দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ১৩৭ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

২০১৯-২০ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের অন্যতম সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড গমন করেন। ৫ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। ২১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৪ ও ৫৮ রান সংগ্রহ করেন। তবে, টিম সাউদি’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৩ ডিসেম্বর, ২০২১ তারিখে মুম্বইয়ে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন। ১৫০ ও ৬২ রান সংগ্রহ করেছিলেন। তাঁর দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যে খেলায় স্বাগতিকরা ৩৭২ রানে জয় পেয়ে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২১ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৬০ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। কেএল রাহুলের দূর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সফরকারীরা ১১৩ রানে পরাভূত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে ডিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ১২ মার্চ, ২০২২ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪ ও ২২ রান সংগ্রহ করেছিলেন। তবে, শ্রেয়াস আয়ারের অসামান্য ব্যাটিংশৈলীর কল্যাণে ঐ টেস্টে তাঁর দল ২৩৮ রানে জয়লাভ করে ও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।

অধিনায়ক কেএল রাহুলের পর পাঞ্জাব কিংসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে চিত্রিত হয়ে আছেন। ২০১৯ সালে দুইটি অর্ধ-শতক সহযোগে ২৫.৫৩ গড়ে ৩৩২ রান তুলেছেন। ২০২০ সালেও চমৎকার খেলা উপহার দিয়েছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মনোমুগ্ধকর শতক হাঁকিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডাবল সুপার-ওভারে ব্যাপক প্রভাব ফেলেন। তাঁর পিতা প্রণব কুমার পাণ্ডে বডিবিল্ডার ও রাজ কিষান নামীয় ভ্রাতা রাজ্য পর্যায়ে ক্রিকেট খেলেছে। ২০১৮ সালে অসীতা সুদ নাম্নী রমণীর সাথে বৈবাহিক চুক্তিতে আবদ্ধ হন।

Similar Posts

  • | | |

    লেন হাটন

    ২৩ জুন, ১৯১৬ তারিখে ইয়র্কশায়ারের ফালনেক এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও পেশাদার ক্রিকেটার এবং প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হয়ে আসছেন। ধ্রুপদীশৈলীর ব্যাটসম্যান হিসেবে খ্যাতি লাভ করেন। ১৯৩৪ থেকে ১৯৫৫ সময়কালে প্রথম-শ্রেণীর…

  • | | |

    বব ওয়াট

    ২ মে, ১৯০১ তারিখে সারের মিলফোর্ড হিদ হাউজ এলাকায় জন্মগ্রহণকারী শৌখিন ও বিখ্যাত ক্রিকেটার এবং প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ইংল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলকে নেতৃত্ব দিয়েছেন। কভেন্ট্রিভিত্তিক রাজা অষ্টম হেনরি স্কুলে অধ্যয়ন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন রয়্যাল এয়ার ফোর্সের পাইলট অফিসার হিসেবে…

  • |

    অ্যান্ড্রু জোন্স

    ৯ মে, ১৯৫৯ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান ছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘জেড’ ডাকনামে পরিচিতি লাভ করেন। বেশ দেরীতে ক্রিকেট জগতে পদার্পণ ঘটে তাঁর। প্রশিক্ষণ বহির্ভূত নিজস্ব ঘরানায় ব্যাটিং কৌশল অবলম্বনে অগ্রসর হতেন। শর্ট বলে লাফিয়ে মোকাবেলা করে নিচেরদিকে নিয়ে…

  • | | |

    গর্ডন গ্রীনিজ

    ১ মে, ১৯৫১ তারিখে বার্বাডোসের ব্ল্যাক বেস এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের রিডিংভিত্তিক সাটন সেকেন্ডারি স্কুলে অধ্যয়ন করেছেন। বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যানের পরিচিতি পেয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট…

  • |

    হাশিবুল হোসেন

    ৩ জুন, ১৯৭৭ তারিখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘শান্ত’ ডাকনামে পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তার সন্তান ছিলেন। ঢাকা সেনানিবাসেই শৈশবকাল অতিবাহিত করেন। ছুটির দিনগুলোয় নগরীতে বসবাসকারী অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের সাথে খেলতেন। এভাবেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের সাথে…

  • | |

    লাহিরু থিরিমানে

    ৯ আগস্ট, ১৯৮৯ তারিখে মোরাতুয়ায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী। মোরাতুয়াভিত্তিক প্রিন্স অব ওয়েলস কলেজে অধ্যয়ন করেছেন। খাঁটিমানসম্পন্ন ব্যাটসম্যান হিসেবে তাঁর সুনাম রয়েছে।…