৩০ জানুয়ারি, ১৮৫৩ তারিখে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
রাগবি কলেজে অধ্যয়ন করেছেন। এরপর, আয়ারল্যান্ড জেন্টলম্যান ও ডাবলিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিয়মিতভাবে খেলতেন। ১৮৭৪ সালে আই জিঙ্গারি আসলে তিনি নিখিল আয়ারল্যান্ডের পক্ষে খেলায় অংশ নিয়েছেন। ১২জন নিয়ে গড়া দলে খেলে ১ ও ৪ রান এবং দুইটি ক্যাচ তালুবন্দী করেন। ঐ খেলায় তাঁর দল ১৫ রানে জয় পেয়েছিল। আইরিশ ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুপরিচিত আইরিশ ক্রিকেটপ্রিয় পরিবারের সন্তান ছিলেন। আইরিশ ক্রিকেটের প্রথম তারকা খেলোয়াড় ছিলেন। প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ ব্যতিরেকে ইংল্যান্ডের পক্ষে টেস্টে অংশ নিয়েছিলেন। ১৮৭৮ থেকে ১৮৮০ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। এমসিসি’র সদস্যরূপে বিশ্ববিদ্যালয়ের দলের বিপক্ষে দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয়ার পরপরই ১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনের সুযোগ লাভ করেন।
১৮৭৯ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৭৮-৭৯ মৌসুমে লর্ড হ্যারিসের নেতৃত্বাধীন শৌখিন দলের সদস্যরূপে একটিমাত্র টেস্ট নিয়ে গড়া সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যান। ২ জানুয়ারি, ১৮৭৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। আলেকজান্ডার ওয়েব, মাঙ্কি হর্নবি, বানি লুকাস, চার্লি অ্যাবসলম, ফান্সিস ম্যাককিনন, লর্ড হ্যারিস, স্যান্ডফোর্ড শ্যুলজ ও দ্য রেভারেন্ড ভার্নন রয়্যালের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এ টেস্টটি টেস্ট ক্রিকেটের ইতিহাসের তৃতীয় টেস্ট ছিল। এরফলে, প্রথম আইরিশ হিসেবে ইংল্যান্ডের পক্ষে টেস্ট খেলার গৌরব অর্জন করেন। এরপূর্বে অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে আরও দুইজন আইরিশ খেলোয়াড় – টম হোরান ও থমাস কেলি টেস্টে অংশ নিয়েছিলেন। এছাড়াও, জন সেলবি’র পর টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট-রক্ষকের মর্যাদা লাভ করেছেন। মোটেই সুবিধে করতে পারেননি। খেলায় তিনি ৭ ও ৬ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ১০ উইকেটে পরাজয়বরণ করেছিল।
তাঁর অংশগ্রহণকৃত খেলাগুলো থেকে সব মিলিয়ে মাত্র আটটি খেলা প্রথম-শ্রেণীর মর্যাদা পায়। এগুলো থেকে ৭ গড়ে ৮৫ রান তুলেছিলেন এবং ৯টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিংসহ মোট ১১টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। সবগুলো খেলা থেকে ১৩ গড়ে ৭৪৪ রান পেয়েছিলেন। স্মর্তব্য যে, এমন এক যুগে তিনি খেলেছিলেন যে, যখন উইকেট-রক্ষকদের ব্যাটিংয়ের মানদণ্ডকে প্রাধান্য দেয়া হতো না ও উইকেট-রক্ষকেরা সচরাচর শেষেরদিকের তিন নম্বরে ব্যাটিংয়ে নামতেন।
নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর, ১৮৯৬ তারিখে আয়ারল্যান্ডের সেন্ট স্টিফেন্স গ্রীন এলাকায় মাত্র ৪৩ বছর ৩৩৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
