৭ ডিসেম্বর, ১৮৮২ তারিখে কেন্টের টানব্রিজ ওয়েলসের কাছাকাছি সাউথবোরা এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
টনব্রিজ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী চার ভ্রাতার সর্বকনিষ্ঠ ছিলেন। সার্জন পিতার সন্তান হিসেবে তাঁরা সকলেই টনব্রিজ স্কুলের পক্ষে ক্রিকেট খেলেছেন। তন্মধ্যে, তাঁর ক্রিকেটীয় প্রতিভাই শ্রেয়তর ছিল। ১৮৯৮ সাল থেকে ১৯০২ সাল পর্যন্ত বিদ্যালয় একাদশে স্বীয় ভ্রাতা উইলিয়ামের নেতৃত্বে খেলেন। শেষ দুই বছর তিনিও দলের নেতৃত্বে ছিলেন।
কব্জী ও হাতে অপরিসীম শক্তিমত্তার অধিকারী ছিলেন। কাট ও ড্রাইভে সেরা ফিল্ডারদেরকেও বিমোহিত করতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০২ থেকে ১৯১২ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। বিদ্যালয় থেকে চলে আসার প্রথম বছরেই অন্যান্য শৌখিন খেলোয়াড়ের ন্যায় তিনিও আরও অভিজ্ঞতা লাভ করতে থাকেন। আগস্ট, ১৯০২ সালে টনব্রিজে কেন্ট বনাম ওরচেস্টারশায়ারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ১৯০৩ সালে কেন্টের ৬০তম ক্যাপ লাভের অধিকারী হন। তাঁর খেলোয়াড়ী জীবন স্বল্পকালীন ছিল। তাসত্ত্বেও তিনি আদর্শস্থানীয় ছিলেন।
খেলার প্রথম বল থেকেই বোলিংয়ের উপর খবরদারী চালাতে শুরু করতেন। প্রাপ্ত ২২ শতকের মধ্যে কমপক্ষে বারোটিতে মিনিটপ্রতি রান তুলতে সচেষ্ট ছিলেন। দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ‘নিজের সেরা দিনগুলোয় সর্বাপেক্ষা উদীয়মান ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন।’
১৯০৭ থেকে ১৯০৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে মাত্র সাতটি টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯০৭-০৮ মৌসুমে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১৩ ডিসেম্বর, ১৯০৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। জর্জ গান, জো হার্ডস্টাফ ও ডিক ইয়ংয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৪২ ও ১৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ২ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
১৯০৯ সালে নিজ দেশে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৯ আগস্ট, ১৯০৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৫৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯০৭ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ১৯৩৮ সাল শেষে দীর্ঘ খেলোয়াড়ী জীবন শেষে ফ্রাঙ্ক ওলি তাঁকে সেরা ড্রাইভের অধিকারী হিসেবে চিত্রিত করেন। নিজের সেরা দিনগুলোয় সীমানার শেষদিকে পাঁচজন ফিল্ডার যথেষ্ট ছিল না। প্যাভিলিয়নের জানালা বরাবর তাঁর সোজা ড্রাইভগুলো আঁছড়ে পড়তো। তাঁর ড্রাইভের কল্যাণে ক্যান্টারবারির প্যাভিলিয়নের শীর্ষে অবস্থানরত তাঁর মাতার হাতঘড়ি ভেঙ্গে যায়। অন্য যে-কোন ক্রিকেটারের চেয়ে সর্বাগ্রে প্রথম বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কৃতিত্ব দেখান। ৩ সেপ্টেম্বর, ১৯১৬ তারিখে ফ্রান্সের গিঞ্চি এলাকায় সোমের যুদ্ধে মাত্র ৩৩ বছর ২৭১ দিন বয়সে তিনি নিহত হন।
