| |

কেনিয়া জয়ন্তীলাল

১৩ জানুয়ারি, ১৯৪৮ তারিখে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৭০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৯৬৭-৬৮ মৌসুম থেকে ১৯৭৮-৭৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৭-৬৮ মৌসুমে মঈন-উদ-দৌলা গোল্ড কাপ টুর্নামেন্টে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। হায়দ্রাবাদ ব্লুজের সদস্যরূপে বাজির সুলতান টোব্যাকো কোল্টস একাদশের বিপক্ষে খেলেছিলেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে বিদেয় নিলেও দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে ৭১ রান তুলেন।

পরের মৌসুমে কেরালার বিপক্ষে রঞ্জী ট্রফিতে অভিষেক ঘটে তাঁর। দেবরাজ গোবিন্দরাজের বোলিং তোপে অতিথি দল ৮৫ রানে গুটিয়ে গেলে তিনি ১৫৩ রান তুলেন। এ পর্যায়ে ওয়াহিদ ইয়ার খানের সাথে চতুর্থ উইকেট জুটিতে ২৫৮ রান যুক্ত করেন। দলীয় অধিনায়ক এমএল জয়সীমা ৩১৬ রানে দলের ইনিংস ঘোষণা করলে দেবরাজ গোবিন্দরাজ আবারও পাঁচ-উইকেট নিয়ে হায়দ্রাবাদের ইনিংস বিজয় নিশ্চিত করেন।

পরবর্তী দুই মৌসুমও একই ধারাবাহিকতাপূর্ণ ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রেখে চলেছিলেন তিনি। ফলশ্রুতিতে, ১৯৭০-৭১ মৌসুমে ইরানী ট্রফিতে বাদ-বাকী ভারত দলের সদস্যরূপে তাঁকে ঠাঁই দেয়া হয়। বোম্বে দল ৪১৮ রান তুলে। হেমন্ত কানিতকরের সাথে ৭৭ রানের জুটি গড়েন। ৪৯ রান তুলে বিদেয় নেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বোম্বে দল বিজয়ী হয়। দুই খেলা পর প্রায় একাকী পশ্চিমাঞ্চলের বিপক্ষে দলের বিজয়ে ভূমিকা রাখেন। ১৩৪ রান তুলেন তিনি। পুরো খেলায় অন্য কেউ ৬৫ রান তুলতে পারেনি।

১৯৬০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়কাল পর্যন্ত নিজ রাজ্য হায়দ্রাবাদের নির্ভরযোগ্য তারকা খেলোয়াড় ছিলেন। রঞ্জী ট্রফিতে দলের সফলতায়ও বিরাট ভূমিকা রাখেন। নিখুঁতমানের প্রতিরক্ষাব্যূহ তৈরী করে পিছনের পায়ের উপর ভর করে স্ট্রোক খেলতেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে আট শতক সহযোগে ৩৬.৩৩ গড়ে ৪৬৮৭ রান সংগ্রহ করেছেন। তন্মধ্যে, রঞ্জী ট্রফিতে ৪৪ খেলা থেকে ৪০.৪০ গড়ে ২৩৮৪ রান পেয়েছেন। শতরানের চারটিই দূর্বলতর কেরালা দলের বিপক্ষে করেছেন। এ দলটির বিপক্ষেই সর্বাধিক সফল ছিলেন। ৯ খেলা থেকে ৯৭.৬২ গড়ে ৭৮১ রান তুলেছেন।

১৯৭১ সালে ভারতের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৭০-৭১ মৌসুমে অজিত ওয়াড়েকরের নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১৮ ফেব্রুয়ারি, ১৯৭১ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। একমাত্র ইনিংসে ৫ রান সংগ্রহ করেছিলেন। পোচিয়া কৃষ্ণমূর্তি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ০-০ ব্যবধানে অগ্রসর হতে থাকে।

একটিমাত্র টেস্ট খেলার পর দল থেকে বাদ পড়েন ও সুনীল গাভাস্কার তাঁর স্থলাভিষিক্ত হন। ভারতের ঘরোয়া ক্রিকেটের কালগর্ভে নিপতিত হয়ে তাঁর খেলোয়াড়ী জীবনের ইতি ঘটে।

‘সানি ডেজে’ বর্ণিত রয়েছে যে, ‘জয়ন্তীলাল শেষ মুহূর্তে ব্যাট সরিয়ে নেন। কিন্তু বলটি ব্যাট স্পর্শ করে ও বিদ্যুৎগতিতে সেকেন্ড ও থার্ড স্লিপে চলে যায়। বুক বরাবর অবস্থানে গ্যারি সোবার্স বলটি তালুবন্দী করে বিজয়ের হাসি হাসেন। আমি কাউকে বলেছিলাম যে দূর্দান্ত ক্যাচ ছিল। রোহন কানহাই আমার সুইপ শট তালুবন্দী করতে ব্যর্থ হন ও আমার যাত্রা শুরু হয়।’ পরবর্তীতে দ্য হিন্দুতে এক স্বাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, ‘সন্দেহাতীতভাবে দারুণ ক্যাচ ছিল। কিন্তু, আমার জন্যে তীব্র আঘাতস্বরূপ।’ সব মিলিয়ে শুধুমাত্র এ ব্যর্থতার ফলেই তাঁর টেস্ট খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটেনি। বাজে ফিল্ডিংয়ের বিষয়টিও এতে বিরূপ প্রভাব ফেলে।

অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। গোয়া, বিদর্ভ, জম্মু ও কাশ্মীর এবং মালয়েশিয়া দলকে প্রশিক্ষণ দেন। ২০০৬ সালে অর্রা ও কিয়া কর্তৃপক্ষ কার্শন ঘাব্রিসহ তাঁর সাহায্যার্থে আর্থিক সুবিধা গ্রহণের জন্যে প্রীতি খেলার আয়োজন করে। এছাড়াও, বোম্বের জিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনে পয়সায় প্রশিক্ষণ দিচ্ছেন।

Similar Posts

  • |

    চামারা দুনুসিংহে

    ১৯ অক্টোবর, ১৯৭০ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ১৯৯০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে অ্যান্টোনিয়ান্স স্পোর্টস ক্লাব, নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব ও সারাসেন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৫…

  • | |

    বার্নার্ড জুলিয়ান

    ১৩ মার্চ, ১৯৫০ তারিখে ত্রিনিদাদের কেয়ারনাগে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে সবিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন। ১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সকল গুণে গুণান্বিত ছিলেন। আগ্রাসী ব্যাটিং, প্রাণবন্তঃ বোলিং ও ফিল্ডিংয়ের সর্বক্ষেত্রে একাধিপত্য বজায়ে সচেষ্ট ছিলেন। এরফলে, দর্শকদের প্রিয় তারকায় পরিণত…

  • | | |

    বব ওয়াট

    ২ মে, ১৯০১ তারিখে সারের মিলফোর্ড হিদ হাউজ এলাকায় জন্মগ্রহণকারী শৌখিন ও বিখ্যাত ক্রিকেটার এবং প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ইংল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলকে নেতৃত্ব দিয়েছেন। কভেন্ট্রিভিত্তিক রাজা অষ্টম হেনরি স্কুলে অধ্যয়ন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন রয়্যাল এয়ার ফোর্সের পাইলট অফিসার হিসেবে…

  • | | | | |

    সুনীল গাভাস্কার

    ১০ জুলাই, ১৯৪৯ তারিখে মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার, প্রশাসক ও রেফারি। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয়ে আসছেন ও সন্দেহাতীতভাবেই সর্বশ্রেষ্ঠ ডানহাতি ভারতীয় ব্যাটসম্যানের মর্যাদা লাভ করছেন।…

  • | | |

    আগা সাদত আলী

    ১১ জুন, ১৯২৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। ইমতিয়াজ আহমেদ, খান মোহাম্মদ ও পার্সি ক্রিকেটার রুসি দ্বিনশ’য়ের সাথে তাঁকে তুলনা করা হতো। পাকিস্তানের ক্রিকেটের শুরুর দিনগুলোয় প্রথম-শ্রেণীর…

  • |

    জন হেইস

    ১১ জানুয়ারি, ১৯২৭ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দলীয় সঙ্গীদের কাছ থেকে ‘হেব্যাগ’ ডাকনামে পরিচিতি লাভ করেন। দীর্ঘদেহের অধিকারী ছিলেন। ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত…