১৫ নভেম্বর, ১৯৯৭ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
আর.বি. টাং নামীয় ভ্রাতা রয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেটে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করছেন। অভিষেক মৌসুমে অসাধারণ খেলা উপহার দিয়ে ইংরেজ ক্রিকেটে অসাধারণ ও সম্ভাবনাময় ফাস্ট বোলার হিসেবে নিজের উপস্থিতির কথা জানান দেন। ১৯ বছর বয়সী টাং ২০১৭ সালে ওরচেস্টারশায়ারের চ্যাম্পিয়নশীপের উত্তরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরফলে, ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসেবে টেস্টে অংশ নেয়াসহ ইংল্যান্ড লায়ন্সের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। এপ্রিলে চ্যাম্পিয়নশীপের খেলায় গ্ল্যামারগনের বিপক্ষে পাঁচ-উইকেট লাভ করেন ও পুরো মৌসুমে দলে অবস্থান করে ৪৭ উইকেট দখল করেছিলেন। এরপূর্বে ২০১৬ সালে অক্সফোর্ড এমসিসিইউ’র বিপক্ষে একটিমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। এ সাফল্যের পিছনে ধারালো পেস ও বেশ উঁচু দিয়ে বলকে সহজাত ভঙ্গীমায় বাউন্স মেরেছিলেন।
স্বীয় পিতার কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ছয় বছর বয়সে ওরচেস্টারশায়ারের অনূর্ধ্ব-১০ দলের পক্ষে প্রথম প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর থেকে ক্লাবের যুবনীতির আলোকে প্রত্যেক স্তরে অংশ নিয়েছেন। বার্মিংহাম লীগে ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের ইনিংস খেলেন। তবে, ২০১৬ সালে পিঠে অস্ত্রোপচারের ফলে তাঁ বাঁধার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আরোগ্যলাভের পর জুলাই, ২০১৭ সালে ওরচেস্টারশায়ার কর্তৃপক্ষের সাথে নতুন করে চার বছর মেয়াদে চুক্তিবদ্ধ হন। ২০২১ সালের শেষ পর্যন্ত এ চুক্তি কার্যকর ছিল।
২০১৮ সালে বাম পায়ে আঘাতের ফলে স্বাভাবিক উত্তরণে বাঁধার কারণ হয়ে দাঁড়ায়। এরফলে, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলার জন্যে ইংল্যান্ড লায়ন্সের সদস্যরূপে মনোনীত হননি। ২০২৩ সাল থেকে ইংল্যান্ডের পক্ষে টেস্টে অংশ নিচ্ছেন। ঐ বছর নিজ দেশে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের মুখোমুখি হন। ১ জুন, ২০২৩ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। জেমস অ্যান্ডারসনের কাছ থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন। খেলায় তিনি ০/৪০ ও ৫/৬৬ লাভ করেন। তবে, কোন ইনিংসেই তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। অলি পোপের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করে।
২০২৫-২৬ মৌসুমে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হন। খেলায় তিনি ৫/৪৫ ও ২/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ১* রান সংগ্রহ করেছিলেন। তাঁর অসাধারণ বোলিং সাফল্যে স্বাগতিকরা ৪ উইকেটে পরাজয়বরণ করলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
