জিম পার্কস, ১৯০৩
১২ মে, ১৯০৩ তারিখে সাসেক্সের হেওয়ার্ডস হিদ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, কোচ ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
নিজ শহরে শৈশবকাল অতিবাহিত করেন। সাসেক্সের ক্লাব ও গ্রাউন্ড দলের বিপক্ষে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনে সাসেক্স কর্তৃপক্ষের নজর কাড়েন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ক্যান্টারবারি দলের পক্ষে খেলেছেন। ১৯২৪ থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯২৪ সালে সাসেক্সের পক্ষে প্রথমবারের মতো খেলায় অংশ নেন। লিচেস্টারশায়ারের বিপক্ষে নিজস্ব তৃতীয় খেলায় ২৪ ওভার বোলিং করে ৭/২৭ লাভ করেন। ধীরগতিতে অগ্রসর হলেও পরবর্তী কয়েক মৌসুমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৯২৭ সালে সহস্র রান সংগ্রহের পাশাপাশি অফ-কাটার সহযোগে স্লো-বোলিংয়ে ৪০-এর অধিক উইকেট পেয়েছিলেন।
১৯৩৭ সালে এক মৌসুমে ৫০.৮৯ গড়ে ৩০০৩ রান সংগ্রহ ও ২৫.৮৩ গড়ে ১০১ উইকেট দখলের মাধ্যমে ‘ডাবল’ লাভ করে নিজেকে অবিস্মরণীয় করে রেখেছেন। এছাড়াও, একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অসামান্য কীর্তির সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। রেকর্ড ভাঙ্গার মৌসুমে ৩৭ বছর বয়সে এসে ইংল্যান্ড দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
১৯৩৭ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্ট খেলার জন্যে মনোনীত হয়েছিলেন। ঐ বছরের গ্রীষ্মে নিজ দেশে কার্লি পেজের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৬ জুন, ১৯৩৭ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। লেন হাটনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। লেন হাটনের সাথে ব্যাটিং উদ্বোধনের সুযোগ পান। ২৭ ও ৭ রান সংগ্রহ করেন। এছাড়াও, খেলায় ৩৬ রান খরচায় ৩ উইকেট দখল করেছিলেন। অপরদিকে ২১ বছর বয়সী লেন হাটন ০ ও ১ রান তুলে বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবন চলমান রাখলেও তাঁকে আর কোন টেস্টে খেলানো হয়নি। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সাসেক্সের পক্ষে ১৫ বছর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ৪৩৪টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৩০.৭০ গড়ে ১৯৭২০ রান ও ২৬.৭০ গড়ে ৭৯৫ উইকেট দখল করেছিলেন।
১৯৩৭ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিংয়ের দিকে ঝুঁকে পড়েন। সাতটি প্রথম-শ্রেণীর ও তিনটি লিস্ট-এ ক্রিকেট খেলা পরিচালনা করেছেন। ১৯৬০-এর দশকে সাসেক্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। জেমস মাইকেল পার্কস নামীয় সন্তানের জনক। ২১ নভেম্বর, ১৯৮০ তারিখে সাসেক্সের কাকফিল্ড এলাকায় ৭৭ বছর ১৯৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।