৩ জানুয়ারি, ১৯৩২ তারিখে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
শীর্ণকায় হলেও মজবুত গড়নের অধিকারী ছিলেন ও প্রাণবন্তঃ পেস বোলিং করতেন। খেলোয়াড়ী জীবনের শুরুরদিক থেকেই পিঠের সমস্যায় জড়িয়ে পড়েন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৩-৫৪ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে মাত্র পাঁচটি খেলায় অংশগ্রহণের পরপরই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে মনোনীত করা হয়।
১৯৫৮ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৭-৫৮ মৌসুমে নিজ দেশে আব্দুল কারদারের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৬ মার্চ, ১৯৫৮ তারিখে সফররত পাকিস্তানের বিপক্ষে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত সিরিজের চূড়ান্ত ও পঞ্চম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। সাত ওভার খেলার পর রয় গিলক্রিস্টের পায়ের গোঁড়ালীতে আঘাতের ফলে তাঁকে ৩৬.৫ ওভার বোলিং করতে হয়েছিল। তাঁর দম ও নিখুঁত বোলিংয়ের কল্যাণে পাকিস্তান দলের একমাত্র ইনিংসের সংগ্রহ ৪৯৬ হলেও তিনি ৫/১০৯ লাভ করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ১ রানে জয় পেলেও স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
ফলশ্রুতিতে, ১৯৫৮-৫৯ মৌসুমে জেরি আলেকজান্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে ভারত ও পাকিস্তান সফরে দলে স্বীয় স্থান নিশ্চিত করেন। রয় গিলক্রিস্টের সাথে নতুন বল নিয়ে আক্রমণ কার্য পরিচালনার কথা প্রত্যাশা করা হলেও শেষ মুহূর্তে ফ্রাঙ্ক ওরেল স্বীয় নাম প্রত্যাহার করে নিলে ওয়েস হলকে প্রাধান্য দেয়া হয়। এ সফরে দুইটিমাত্র টেস্ট খেলার সুযোগ পান। প্রথমটি ভারতে রয় গিলক্রিস্ট আহত হলে ও দ্বিতীয়টি শৃঙ্খলাভঙ্গের কারণে রয় গিলক্রিস্টকে দেশে ফেরৎ পাঠানো হলে পাকিস্তানের বিপক্ষে খেলেন।
২০ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে করাচীতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০/৪৩ ও ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০* ও ০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এ সফরে সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৮.৩১ গড়ে ৩৫ উইকেট দখল করেছিলেন। দেশে ফিরে ত্রিনিদাদের পক্ষে আর মাত্র দুইটি খেলায় অংশ নিয়েছিলেন। ত্রিনিদাদে তিনি কাস্টমস কর্মকর্তার দায়িত্ব পালনসহ কয়েকটি ক্লাবের পক্ষে খেলেছিলেন। ১৩ নভেম্বর, ১৯৯৯ তারিখে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ৬৭ বছর ৩১৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
