৩০ জুন, ১৯১৫ তারিখে স্কটল্যান্ডের লানার্কশায়ারের গ্লাসগোতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ১৯৪০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৪৪-৪৫ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটন ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৪৬ সালে নিউজিল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। প্রসঙ্গতঃ এটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে নিউজিল্যান্ডের টেস্টে প্রথম অংশগ্রহণ ছিল। ১৯৪৬-৪৭ মৌসুমে নিজ দেশে বিল ব্রাউনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৯৪৫-৪৬ মৌসুমে নিজ দেশে অস্ট্রেলিয়ার মুখোমুখি হন। ২৯ মার্চ, ১৯৪৬ তারিখে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ওয়েলিংটনে সেস বার্ক, ডন ম্যাক্রে, লেন বাটারফিল্ড, ম্যাক অ্যান্ডারসন ও ভারডান স্কটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি জোড়া শূন্য রানে বিদেয় নেন। ঐ টেস্টটি দুই দিনে গড়ায়। স্বাগতিক দল ৪২ ও ৫৪ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে পরাজয়বরণ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
৯ জুন, ১৯৯৫ তারিখে মানাওয়াতুর পালমারস্টোন নর্থ এলাকায় ৭৯ বছর ৩৪৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
