১৭ মার্চ, ১৯৯৩ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন।
গ্রে হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স, ইস্টার্ন প্রভিন্স ও ওয়ারিয়র্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয় ও ইস্টার্ন প্রভিন্স অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ৯ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে বেনোনিতে ইস্টার্নস বনাম ইস্টার্ন প্রভিন্সের মধ্যকার খেলায় অংশ নিয়ে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২৪ সালের ডিভিশন ওয়ান সিএসএ ফোর-ডে সিরিজে ৫১.৭৫ গড়ে ৪১৪ রান তোলা অবস্থায় তাঁকে টেস্ট দলে অন্তর্ভূক্ত করা হয়। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে এইটি তুস্কার্স ও মোমেন্টাম মাল্টিপ্লাই টাইটান্সের বিপক্ষে উপর্যুপরী শতরানের ইনিংস খেলেন।
২০২৩-২৪ মৌসুম থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। এ মৌসুমে নীল ব্র্যান্ডের অধিনায়কত্বে নিউজিল্যান্ড সফরে যান। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে ক্লাইড ফরচুন, নীল ব্রান্ড, রুয়ান ডি সোয়ার্ট, রেনার্ড ফন টন্ডার ও টিশেপো মোরকেই’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। এ টেস্টে ২৩ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। রচিন রবীন্দ্রের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ২৮১ রানে পরাজিত হলে সিরিজে পিছিয়ে পড়ে।
