১৯ মার্চ, ১৯০৭ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯২৪-২৫ মৌসুম থেকে ১৯৪০-৪১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে সেন্ট্রাল ইন্ডিয়া, মুসলিম, নর্দার্ন ইন্ডিয়া ও উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৩৪ থেকে ১৯৩৬ সময়কালে ভারতের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ১৯৩৩-৩৪ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৫ জানুয়ারি, ১৯৩৪ তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সি.এস. নায়ড়ু, মোরাপ্পাতাম গোপালন ও মুশতাক আলী’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫৯ ও আঘাতের কারণে চূড়ান্ত ইনিংসে মাঝামাঝি অবস্থানে নেমে ৫৭ রান সংগ্রহ করেন। এরফলে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টের উভয় ইনিংসে দুইটি অর্ধ-শতক হাঁকানোর কৃতিত্ব প্রদর্শন করেন।
ব্যাটিং উদ্বোধনে নামার পর এক পর্যায়ে মরিস নিকোলসের শর্ট বলে মাথার পিছন দিকে আঘাত পেলে তাঁকে রিটায়ার হার্ট হতে হয়। দ্বিতীয় দিনের শেষদিকে এ ঘটনা ঘটে। অবশ্য পরদিন তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলতে নেমেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও সফরকারীরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
নবি ক্লার্কের বলে বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়ে বিদেয় নেন। স্থির চিত্তে অনন্য ক্রীড়াশৈলী উপহার দেন ও ৫৯ রান তুলে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ফলো-অনের কবলে পড়ে ভারত দল। পুণরায় তিনি তাঁর অসম্ভব ধৈর্য্য শক্তির পরিচয় দেন। সাত নম্বরে নেমে প্রতিপক্ষীয় বোলিং রুখে ৫৭ রান তুলেন। এ পর্যায়েও তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এরফলে, স্বল্পসংখ্যক খেলোয়াড়দের অন্যতম হিসেবে টেস্ট অভিষেকের উভয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের কৃতিত্বের অধিকারী হন।
টেস্টের ন্যায় প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের শুরুটাও অনেকাংশে একই ধাঁচের ছিল। প্রথম খেলা থেকেই ৬৪ ও ১১২ রান সংগ্রহ করেছিলেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্নাতক-পূর্ব শ্রেণীতে অধ্যয়নকালে বিজিয়ানাগ্রামের মহারাজ কুমারের নেতৃত্বে ১৯৩৬ সালে ইংল্যান্ডে সফররত ভারত দলের মূল উইকেট-রক্ষকদ্বয় – ডি. ডি. হিন্দেলকর ও কে. আর. মেহেরমজী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দলে যোগদানের জন্যে আমন্ত্রণ জানানো হয়। ১৫ আগস্ট, ১৯৩৬ তারিখে ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ৩৫ ও ৫৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, তিনটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৯ উইকেটে জয় পায় ও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এ সফরে দুই শতক সহযোগে ৪৪.২৮ গড়ে ৬২০ রান সংগ্রহ করেন। রক্ষণাত্মক ধাঁচে অসম্ভব ধৈর্য্যশক্তির বহিঃপ্রকাশ ঘটাতেন। সবমিলিয়ে ৬ টেস্ট ইনিংস থেকে ৪২.৩৩ গড়ে ২৫৪ রান সংগ্রহ করেছেন।
কেমব্রিজে অধ্যয়নের ফলে খেলোয়াড়ী জীবনের কয়েক মৌসুমে খেলায় অংশগ্রহণ করা থেকে তাঁকে বিরত থাকতে হয়। সবমিলিয়ে ৫৭টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিতে পেরেছিলেন। চার শতক ও তেরোটি অর্ধ-শতকের সহায়তায় ২৩৯৪ রান তুলেন। এছাড়াও, ১০২টি ডিসমিসালের সাথে স্বীয় নামকে জড়িয়ে রেখেছেন।
জীবনের শেষদিকে ‘প্রফেসর’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। পিএইচডি ও দ্বৈত এমএ ডিগ্রীধারী তিনি। সমগ্র কর্মজীবনে লন্ডনভিত্তিক গভর্নমেন্ট কলেজ ও লাহোরভিত্তিক মুসলিম অ্যাংলো-অরিয়েন্টাল কলেজ – এ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালনসহ টেস্ট দল নির্বাচক ছিলেন। সর্বদাই আমোদপ্রিয় ছিলেন ও নৈশভোজন পরবর্তী বক্তা হিসেবে প্রসিদ্ধি পান।
২৬ আগস্ট, ১৯৬৭ তারিখে পাঞ্জাবের লাহোরে ৬০ বছর ১৬০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ওয়াকার আহমেদ ও নাদিম আহমেদ নামীয় সন্তানদ্বয়ের জনক। তন্মধ্যে ওয়াকার আহমেদ ১৯৬৭ সালে ইংল্যান্ডে সফররত পাকিস্তান দলের সদস্য ছিলেন। ওভাল টেস্ট চলাকালীন তাঁর মৃত্যুসংবাদ জ্ঞাত হলে দেশে ফিরে যান।
