| |

দিলাবর হোসেন

১৯ মার্চ, ১৯০৭ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৯২৪-২৫ মৌসুম থেকে ১৯৪০-৪১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে সেন্ট্রাল ইন্ডিয়া, মুসলিম, নর্দার্ন ইন্ডিয়া ও উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৩৪ থেকে ১৯৩৬ সময়কালে ভারতের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ১৯৩৩-৩৪ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৫ জানুয়ারি, ১৯৩৪ তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সি.এস. নায়ড়ু, মোরাপ্পাতাম গোপালনমুশতাক আলী’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫৯ ও আঘাতের কারণে চূড়ান্ত ইনিংসে মাঝামাঝি অবস্থানে নেমে ৫৭ রান সংগ্রহ করেন। এরফলে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টের উভয় ইনিংসে দুইটি অর্ধ-শতক হাঁকানোর কৃতিত্ব প্রদর্শন করেন।

ব্যাটিং উদ্বোধনে নামার পর এক পর্যায়ে মরিস নিকোলসের শর্ট বলে মাথার পিছন দিকে আঘাত পেলে তাঁকে রিটায়ার হার্ট হতে হয়। দ্বিতীয় দিনের শেষদিকে এ ঘটনা ঘটে। অবশ্য পরদিন তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলতে নেমেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও সফরকারীরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

নবি ক্লার্কের বলে বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়ে বিদেয় নেন। স্থির চিত্তে অনন্য ক্রীড়াশৈলী উপহার দেন ও ৫৯ রান তুলে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ফলো-অনের কবলে পড়ে ভারত দল। পুণরায় তিনি তাঁর অসম্ভব ধৈর্য্য শক্তির পরিচয় দেন। সাত নম্বরে নেমে প্রতিপক্ষীয় বোলিং রুখে ৫৭ রান তুলেন। এ পর্যায়েও তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এরফলে, স্বল্পসংখ্যক খেলোয়াড়দের অন্যতম হিসেবে টেস্ট অভিষেকের উভয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের কৃতিত্বের অধিকারী হন।

টেস্টের ন্যায় প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের শুরুটাও অনেকাংশে একই ধাঁচের ছিল। প্রথম খেলা থেকেই ৬৪ ও ১১২ রান সংগ্রহ করেছিলেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্নাতক-পূর্ব শ্রেণীতে অধ্যয়নকালে বিজিয়ানাগ্রামের মহারাজ কুমারের নেতৃত্বে ১৯৩৬ সালে ইংল্যান্ডে সফররত ভারত দলের মূল উইকেট-রক্ষকদ্বয় – ডি. ডি. হিন্দেলকর ও কে. আর. মেহেরমজী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দলে যোগদানের জন্যে আমন্ত্রণ জানানো হয়। ১৫ আগস্ট, ১৯৩৬ তারিখে ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ৩৫ ও ৫৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, তিনটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৯ উইকেটে জয় পায় ও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এ সফরে দুই শতক সহযোগে ৪৪.২৮ গড়ে ৬২০ রান সংগ্রহ করেন। রক্ষণাত্মক ধাঁচে অসম্ভব ধৈর্য্যশক্তির বহিঃপ্রকাশ ঘটাতেন। সবমিলিয়ে ৬ টেস্ট ইনিংস থেকে ৪২.৩৩ গড়ে ২৫৪ রান সংগ্রহ করেছেন।

কেমব্রিজে অধ্যয়নের ফলে খেলোয়াড়ী জীবনের কয়েক মৌসুমে খেলায় অংশগ্রহণ করা থেকে তাঁকে বিরত থাকতে হয়। সবমিলিয়ে ৫৭টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিতে পেরেছিলেন। চার শতক ও তেরোটি অর্ধ-শতকের সহায়তায় ২৩৯৪ রান তুলেন। এছাড়াও, ১০২টি ডিসমিসালের সাথে স্বীয় নামকে জড়িয়ে রেখেছেন।

জীবনের শেষদিকে ‘প্রফেসর’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। পিএইচডি ও দ্বৈত এমএ ডিগ্রীধারী তিনি। সমগ্র কর্মজীবনে লন্ডনভিত্তিক গভর্নমেন্ট কলেজ ও লাহোরভিত্তিক মুসলিম অ্যাংলো-অরিয়েন্টাল কলেজ – এ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালনসহ টেস্ট দল নির্বাচক ছিলেন। সর্বদাই আমোদপ্রিয় ছিলেন ও নৈশভোজন পরবর্তী বক্তা হিসেবে প্রসিদ্ধি পান।

২৬ আগস্ট, ১৯৬৭ তারিখে পাঞ্জাবের লাহোরে ৬০ বছর ১৬০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ওয়াকার আহমেদ ও নাদিম আহমেদ নামীয় সন্তানদ্বয়ের জনক। তন্মধ্যে ওয়াকার আহমেদ ১৯৬৭ সালে ইংল্যান্ডে সফররত পাকিস্তান দলের সদস্য ছিলেন। ওভাল টেস্ট চলাকালীন তাঁর মৃত্যুসংবাদ জ্ঞাত হলে দেশে ফিরে যান।

Similar Posts

  • | |

    তেম্বা বাভুমা

    ১৭ মে, ১৯৯০ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করছেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ছোটখাটো ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার অধিকারী। তাসত্ত্বেও, অপূর্ব ধৈর্য্যশীলতার স্বাক্ষর রেখে খেলায় অংশ নিচ্ছেন।…

  • |

    তালহা জুবায়ের

    ১০ ডিসেম্বর, ১৯৮৫ তারিখে ফরিদপুরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০১-০২ মৌসুম থেকে ২০১৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রাখেন। শুরু থেকেই প্রতিভাবান ক্রিকেটারের মর্যাদা পান। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে মধ্যাঞ্চল ও ঢাকা মেট্রোপলিসের…

  • | |

    এরিক ডেম্পস্টার

    ২৫ জানুয়ারি, ১৯২৫ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে সরব ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন।…

  • |

    বেন কারেন

    ৭ জুন, ১৯৯৬ তারিখে নর্দাম্পটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেটপ্রেমী পরিবারের সন্তান। পিতা কেভিন কারেন জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অপর ভ্রাতৃদ্বয় – স্যাম কারেন ও টম কারেন ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১৮-১৯ মৌসুম…

  • |

    চেতেশ্বর পুজারা

    ২৫ জানুয়ারি, ১৯৮৮ তারিখে গুজরাতের রাজকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অনেক পূর্ব থেকেই তাঁকে বিখ্যাত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরাধিকারীরূপে চিত্রিত করা হতো। দেশের অন্যতম সেরা উদীয়মান প্রতিভাবান হিসেবে বিবেচনায় আনা হয়।…

  • | | |

    আলফ্রেড রিচার্ডস

    ১৪ ডিসেম্বর, ১৮৬৭ তারিখে কেপ কলোনির গ্রাহামসটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৯-৯০ মৌসুম থেকে ১৮৯৫-৯৬ মৌসুম পর্যন্ত সময়কালে…