১২ নভেম্বর, ১৯৫৪ তারিখে তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৭৩-৭৪ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭৩ সালে ইংল্যান্ড সফরে ভারতের বিদ্যালয় দলের নেতৃত্বে থেকে বেশ সফলতার স্বাক্ষর রাখেন। তামিলনাড়ুর অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। তন্মধ্যে, দুই মৌসুম দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
১৯৭৮ থেকে ১৯৮১ সময়কালে ভারতের পক্ষে চারটিমাত্র টেস্ট ও তিনটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৯৭৮-৭৯ মৌসুমে দলের সাথে পাকিস্তান গমন করেন। ৩ নভেম্বর, ১৯৭৮ তারিখে শাহিওয়ালে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জগতে প্রবেশ করেন।
সৈয়দ কিরমানি’র সহকারী হিসেবে দলে ছিলেন। কিন্তু, ১৯৭৯ সালে ইংল্যান্ড গমনার্থে দল নির্বাচকমণ্ডলী অনেকটা বিস্ময়করভাবে সৈয়দ কিরমানিকে দলের বাইরে রাখলে তাঁর খেলার পথ সুগম হয়। শ্রীনিবাস বেঙ্কটরাঘবনের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ১২ জুলাই, ১৯৭৯ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে ভারত দল ইনিংস ও ৮৩ রানের ব্যবধানে পরাজয়বরণ করলে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে। চার-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রত্যেকটিতেই তিনি অংশ নেন ও বেশ ভালোভাবে স্বীয় দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। উইকেট-রক্ষক হিসেবে ইংল্যান্ডে এগারোটি ডিসমিসাল ঘটিয়ে নতুন ভারতীয় রেকর্ড সৃষ্টি করেন।
৩০ আগস্ট, ১৯৭৯ তারিখে ওভালে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ১২ ও ৫* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, তিনটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়িয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এছাড়াও, ১৯৭৭-৭৮ মৌসুমে অস্ট্রেলিয়া, ১৯৭৮-৭৯ মৌসুমে পাকিস্তান এবং ১৯৮০-৮১ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করলেও সবগুলোতেই সৈয়দ কিরমানি’র বিকল্প হিসেবে দলে ছিলেন। ব্যাট হাতেও সমান দক্ষতা প্রদর্শন করেছেন।
