| | |

অংশুমান গায়কোয়াড়

২৩ সেপ্টেম্বর, ১৯৫২ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে স্ট্রোকপ্লে ও দৃষ্টিনন্দনের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন। দূরন্তগতিপণার পেস আক্রমণের বিপক্ষে দারুণ খেলতেন। তিনি যে সর্বদাই রান সংগ্রহ পেতেন তা নয়। তবে, মাথায় বল লাগলেও তিনি লড়াই চালিয়ে যাবার স্পৃহা পেতেন।

ক্রিকেটপ্রেমী পরিবারে তাঁর জন্ম। ১৯৬৯-৭০ মৌসুম থেকে ১৯৯১-৯২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বরোদার প্রতিনিধিত্ব করেছেন। ২২ মৌসুম বরোদার পক্ষে খেলেছেন।

১৯৭৫ থেকে ১৯৮৭ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ৪০ টেস্ট ও ১৫টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৭৪-৭৫ মৌসুমে নিজ দেশে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৭ ডিসেম্বর, ১৯৭৪ তারিখে কলকাতায় অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নেন। কর্ষন গাভ্রী’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৩৬ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে তাঁর দল ৮৫ রানে জয় পেলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপর, ৭ জুন, ১৯৭৫ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন।

অংশগ্রহণকৃত টেস্টগুলোর ২২টিই ছিল ১৯৭০ ও ১৯৮০-এর দশকের শক্তিধর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৮৩-৮৪ মৌসুমে ম্যালকম মার্শালের ন্যায় বোলারের বিপক্ষে ৬ টেস্টে অংশ নিয়ে ১৬ গড়ে ১৭৪ রান তুলেছিলেন। সচরাচর এর পূর্বে দলটির বিপক্ষে ভালো খেলেছেন। ১৯৭৫-৭৬ মৌসুমে মাইকেল হোল্ডিং ও ওয়েন ড্যানিয়েলের বডিলাইনের কাছাকাছি পর্যায়ের বল দৃঢ়তার সাথে সাহসীচিত্তে মোকাবেলা করার দুঃসাহস দেখিয়েছেন। তন্মধ্যে, মাইকেল হোল্ডিংয়ের বলে কানে আঘাত পান ও অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। পরবর্তীতে মাঠে ফিরে সাহসী ভূমিকায় ৮১ রান তুলেন।

১৯৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে গ্লেন টার্নারের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১৮ নভেম্বর, ১৯৭৬ তারিখে কানপুরে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের স্বাক্ষর রাখেন। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৪৩ ও ৭৭* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা এগিয়ে যায়।

সব মিলিয়ে টেস্টে দুইটি শতরানের ইনিংস খেলেছিলেন। প্রথমটি ১৯৭৮-৭৯ মৌসুমে দ্বিতীয়সারির ক্যারিবীয় দলের বিপক্ষে ভারতের ৬৪৪ রানের সর্বোচ্চ সংগ্রহকালীন করেন। দ্বিতীয়টি ১৯৮৩-৮৪ মৌসুমে জহির আব্বাসের নেতৃত্বে পাকিস্তানী দলের বিপক্ষে করেন। ২৪ সেপ্টেম্বর, ১৯৮৩ তারিখে জলন্ধরে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। সাধারণমানের পাকিস্তানী বোলিং আক্রমণ প্রতিহত করে ৬৭১ মিনিট ক্রিজ আঁকড়ে দ্বি-শতক হাঁকান। দ্বি-শতক হাঁকানোকালে ৬৫২ মিনিট সময় ক্রিজে অবস্থান করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি তৎকালীন মন্থরতম ইনিংসরূপে বিবেচিত হয়েছিল ও বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। এ ধরনের ইনিংসের কারণেই ক্রিকেট দর্শকেরা টেস্ট থেকে মুখ ফিরিয়ে ওডিআইয়ের দিকে ধাবিত হতে থাকে। তবে, তাঁর অসম্ভব ধৈর্য্যশক্তির বিষয়টি বেশ প্রশংসনীয় ছিল। তবে, ওয়াসিম রাজা’র অনবদ্য ব্যাটিংশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়।

এ দ্বি-শতরানের ইনিংস খেলার পর থেকে বাদ-বাকী খেলোয়াড়ী জীবনে তাঁকে রান খরায় ভুগতে হয়েছিল। পরবর্তী ১২ টেস্টে অংশ নিয়ে ইনিংস প্রতি ১৯ রান তুলেছিলেন তিনি। ১৯৮৪-৮৫ মৌসুমে নিজ দেশে ডেভিড গাওয়ারের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৩১ ডিসেম্বর, ১৯৮৪ তারিখে কলকাতায় অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে অগ্রসর হতে থাকে। পরবর্তী, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। ঐ একই টেস্টে অপর বিখ্যাত ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দীনের অভিষেক পর্ব সম্পন্ন হয়েছিল।

অনেকটা বিস্ময়করভাবে ইন্ডিয়ান ভেটেরান্সের সদস্যরূপে পাকিস্তানী প্রতিপক্ষের বিপক্ষে অংশ নেয়ার সুযোগ পান। ১৯৮৭-৮৮ মৌসুমে জাতীয় দলে পুণরায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। দুইটি ওডিআইয়ে অংশ নেন। তবে, ক্ষুদ্রতর সংস্করণের খেলায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেননি। প্যাট্রিক প্যাটারসন ও উইনস্টন বেঞ্জামিনের দূর্দান্ত গতির বলে ব্যর্থ হন। ০ ও ১২ রান তুলেছিলেন। এভাবেই তাঁর আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।

খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণের পর জাতীয় দল নির্বাচক হিসেবে মনোনীত হন। অক্টোবর, ১৯৯৭ থেকে সেপ্টেম্বর, ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদকাল দুই বছরের কম ছিল। মদন লাল তাঁর স্থলাভিষিক্ত হন ও ভারত দল এ পর্যায়ে কঠিন সময় অতিক্রম করে। এরপর, কোচিং জগতের দিকে ধাবিত হন। ভারত দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কোচ হিসেবে তিনি কিছুটা মিশ্র সফলতা পান। ওডিআই দলে বেশ সাড়া জাগান। তবে, ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া সফরে শোচনীয় ফলাফলের পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের ব্যর্থতায় তাঁকে প্রত্যাহার করে নেয়া হয়। ২০০০ সালে কপিল দেব ভারতের কোচ থেকে পদত্যাগ করলে পুণরায় তিনি এ দায়িত্ব পালনে অগ্রসর হন। এবারও তাঁর অংশগ্রহণ সংক্ষিপ্ত ছিল। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতের কোচ হন ও জন রাইট তাঁর স্থলাভিষিক্ত হন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত। এসএ গায়কোয়াড় নামীয় সন্তানের জনক। ৩১ জুলাই, ২০২৪ তারিখে গুজরাতের বরোদরায় ৭১ বছর ৩১২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | |

    টেরি অল্ডারম্যান

    ১২ জুন, ১৯৫৬ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। মিডিয়াম পেসার হিসেবে দৃশ্যতঃ ইংল্যান্ডের মাটিতে দূর্দমনীয় ছিলেন। সর্বদাই মৃদু হাসি নিয়ে বোলিংয়ে অগ্রসর হতেন। যতক্ষণ বোলিংয়ে অগ্রসর হতেন, ততক্ষণ পর্যন্ত…

  • | | |

    ডিন জোন্স

    ২৪ মার্চ, ১৯৬১ তারিখে ভিক্টোরিয়ার কোবার্গ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার ছিলেন। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-পেস কিংবা অফ-ব্রেক বোলিং করতে পারতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভিক্টোরিয়ার মাউন্ট ওয়াভার্লি হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ৬ ফুট (১.৮২ মিটার) উচ্চতার অধিকারী ছিলেন। ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯৭-৯৮ মৌসুম…

  • | |

    গুলাম পার্কার

    ২৫ অক্টোবর, ১৯৫৫ তারিখে মহারাষ্ট্রের কালুস্তে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও রাজনীতিবিদ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৭৮-৭৯ মৌসুম থেকে ১৯৮৫-৮৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন।…

  • |

    লরেন্স রো

    ৮ জানুয়ারি, ১৯৪৯ তারিখে জ্যামাইকার হুইটফিল্ড টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। হাত ও চোখের অপূর্ব সমন্বয় ঘটাতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের প্রতিনিধিত্ব করেছেন।…

  • |

    শহীদ সাঈদ

    ৬ জানুয়ারি, ১৯৬৬ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৮০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, লাহোর, পাকিস্তান…

  • | |

    নরি কন্ট্রাক্টর

    ৭ মার্চ, ১৯৩৪ তারিখে গুজরাতের গোধরা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ইনিংস উদ্বোধনে নামতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ভারত দলকে নেতৃত্ব দিয়েছেন। দাহুদ থেকে বোম্বে গমনকালে তাঁর মাতা অনুধাবন করেন যে, দ্রুত তিনি সন্তান প্রসব করবেন। রেলগাড়ী চালক কাকা জরুরীভিত্তিতে তাঁকে গোধরায় নামিয়ে দেন। সেখানেই নরি কন্ট্রাক্টরের জন্ম। নাসিকে শৈশবকাল…