২৯ এপ্রিল, ১৯৮৮ তারিখে জ্যামাইকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকা পালন করছেন। ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
মাইকেল রাসেল ও সান্দ্রা ডেভিস দম্পতির সন্তান ছিলেন। বিশ্ব ক্রিকেট অঙ্গনের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছেন। ব্যাট হাতে নিয়ে যেমন প্রতিপক্ষকে হতবুদ্ধিতে ফেলেন, তেমনি বল হাতে নিয়ে পেসের ঝড় তুলেন। এছাড়াও, ফিল্ডিংয়েও সবিশেষ দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ার ও নটিংহ্যামশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কলম্বো কিংস, কুমিল্লা ওয়ারিয়র্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, ঈগলস, ইসলামাবাদ ইউনাইটেড, জ্যামাইকা তল্লাজ, মেলবোর্ন রেনেগাডেস, মুলতান সুলতান্স, নানগরহর লিওপার্ডস, নর্দার্ন ওয়ারিয়র্স, রাজশাহী রয়্যালস, সাজিকর হাই পারফরম্যান্স সেন্টার, সিডনি থান্ডার ও ভ্যাঙ্কুভার নাইটসের পক্ষে খেলেছেন। ২০০৭ থেকে ২০১৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।
১৯ বছর বয়সে ১২ জানুয়ারি, ২০০৭ তারিখে গ্রোস আইলেটে উইন্ডওয়ার্ড আইল্যান্ডস বনাম জ্যামাইকার মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। তবে, ২০১০ সালে নিজের দক্ষতা প্রদর্শনে সোচ্চার হন। ওরচেস্টারশায়ারে বার্নার্ডস গ্রীন ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেন। দলটিকে বার্মিংহাম লীগ ক্রিকেটে উত্তরণ ঘটান। ১১ ইনিংস থেকে ১০.১৫ গড়ে ৩৯ উইকেট ও ৭৯৯ রান তুলেছিলেন। ২০১৬ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪২ বছরের দ্রুততম শতক হাঁকান। ২০১৮ সালে ৪০ বলে শতক হাঁকিয়ে এ রেকর্ড ভেঙ্গে ফেলেন। ২৮ নভেম্বর, ২০২০ তারিখে লঙ্কা প্রিমিয়ার লীগে কলম্বো কিংস বনাম গল গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার খেলায় মাত্র ১৪ বলে অর্ধ-শতক হাঁকান। টি২০ ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে চার বল থেকে চার উইকেট পেয়েছিলেন। ২০১৩ সালে ভারত ‘এ’ দলের বিপক্ষে এ সফলতার স্বাক্ষর রাখেন। ২০১৫ ও ২০১৯ সালের আইপিএল আসরে সর্বাপেক্ষা দামী খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হন। এছাড়াও, ২০১৯ সালে সর্বাধিক ছক্কা হাঁকানোর পুরস্কার পান।
২০১০ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ২০১০-১১ মৌসুমে ড্যারেন স্যামি’র নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে শ্রীলঙ্কা গমন করেন। ১৫ নভেম্বর, ২০১০ তারিখে গলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ড্যারেন ব্র্যাভো’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দলের একমাত্র ইনিংসে ২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ১/৭৩ ও ০/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ক্রিস গেইলের ৩৩৩ রানের দূর্দান্ত ইনিংসে কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৭ ডিসেম্বর, ২০২০ তারিখে দানুষ্কা গুণতিলকা ও থিসারা পেরেরা’র সাথে তাঁকে এলপিএল প্রতিযোগিতার সেরা দলে ঠাঁই দেয়া হয়।
ব্যক্তিগত জীবনে বিবাহিত। দীর্ঘদিনের বান্ধবী জাসিম লরা’র সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।
