| |

অ্যালান জোন্স

৪ নভেম্বর, ১৯৩৮ তারিখে ওয়েলসের ভেলিন্দ্রে এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেটে গ্ল্যামারগন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল ও নর্দার্ন ট্রান্সভাল এবং অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রাখেন। গ্ল্যামারগন দলের তারকা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন ও দলের অধিনায়কত্ব করেন। ১৯৭০-এর দশকের শেষদিকে দুই মৌসুমে কাউন্টি দলের নেতৃত্বে ছিলেন। তন্মধ্যে, ১৯৭৭ সালে জিলেট কাপের চূড়ান্ত খেলায় দলকে পরিচালনা করেন।

আনুষ্ঠানিক কোন টেস্টে অংশগ্রহণ ব্যতিরেকে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বাধিকসংখ্যক রান সংগ্রহের ন্যায় রেকর্ড ধারণ করেছিলেন। ৩৬০৪৯ রান তুলে সর্বকালের সেরাদের তালিকায় ৩৫তম অবস্থানে রয়েছেন। ১৯৬৯ সালের চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ী গ্ল্যামারগনের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত উপর্যুপরী মৌসুমে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন। এ সময়ে তিনি ৫২টি প্রথম-শ্রেণীর শতক হাঁকিয়ে ক্লাব রেকর্ড গড়েন। খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই কনিষ্ঠ ভ্রাতা ও গ্ল্যামারগনের উইকেট-রক্ষক এইফিয়নের সাথে একত্রে খেলেন। ১৯৬৮ সালে হোভে সাসেক্সের বিপক্ষে তাঁরা ২৩০ রানের জুটি গড়েন।

১৯৭০ সালে বাদ-বাকী বিশ্ব একাদশের বিপক্ষে খেলার সুবাদে ১৭ জুন, ২০২০ তারিখে ইংল্যান্ডের ৬৯৬তম টেস্ট খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। ঠিক পঞ্চাশ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকার পরিবর্তে বাদ-বাকী বিশ্ব একাদশের বিপক্ষে ইংল্যান্ড দলের পক্ষে সিরিজের প্রথম খেলার পর আইসিসি কর্তৃক এ সিরিজ স্বীকৃতি পায়নি। এটিই তাঁর ইংল্যান্ডের পক্ষে একমাত্র খেলায় অংশগ্রহণ ছিল।

নভেম্বর, ২০১৯ সালে জ্যাক ক্রলি’র অভিষেকের পর পরবর্তী নম্বর ৬৯৬ তাঁকে দেয়া হয়। সকালে ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস ভার্চুয়াল অনুষ্ঠান পরিচালনা করেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, গ্ল্যামারগনের সিইও হিউ মরিসের সাথে সাবেক ইংরেজ অধিনায়ক ও তাঁর কাউন্টি দলীয়সঙ্গী টনি লুইসের সাথে ভিডিও বার্তায় এ অনুষ্ঠান শুরু হয়।

১৯৭৮ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। ১৯৯৩ সালে এএক্সএ ইক্যুইটি এন্ড ল লীগে শিরোপা বিজয়ী গ্ল্যামারগন দলকে পরিচালনা করেন। ১৯৯৭ সালে ওয়েলসীয় দলের কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়কালীন তিনি ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপরও, গ্ল্যামারগনের সাথে সম্পর্ক জড়িয়ে রাখেন। ২০১৬ সালে ক্লাবের প্রেসিডেন্ট হন ও ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। এজে জোন্স নামীয় সন্তানের জনক।

Similar Posts

  • | |

    অব্রে স্মিথ

    ২১ জুলাই, ১৮৬৩ তারিখে সিটি অব লন্ডনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ড দলে খেলেছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। চার্লস জন স্মিথ ও সারাহ অ্যান দম্পতির সন্তান ছিলেন। চার্টারহাউজে অধ্যয়ন শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্ট জোন্স কলেজে চিকিৎসাশাস্ত্র বিষয়ে পড়াশুনো করেছেন।…

  • | | |

    ইয়ান চ্যাপেল

    ২৬ সেপ্টেম্বর, ১৯৪৩ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার আনলি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ফার্স্ট স্লিপ অঞ্চলে অবস্থান করে ফিল্ডিং করতেন। পাশাপাশি, মাঝে-মধ্যে উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘চ্যাপেলি’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ভীতিহীন অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিসেবে পরিচিতি…

  • |

    এনামুল হক, ১৯৮৬

    ৫ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা সিলেটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী। লাফিয়ে ও মিতব্যয়ী বোলিং কর্মে অগ্রসর হন। ২০০১-০২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রেখেছেন। ঘরোয়া আসরের…

  • | |

    জাস্টিন অনটং

    ৪ জানুয়ারি, ১৯৮০ তারিখে কেপ প্রভিন্সের পার্ল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে ডানহাতে ব্যাটিং করতেন। পরবর্তীতে অফ-স্পিন বোলিং রপ্ত করেন। এরফলে, নিজেকে আরও কার্যকর ক্রিকেটারে পরিণত করেন। ‘রোডি’ ডাকনামে…

  • | |

    ম্যালকম মার্শাল

    ১৮ এপ্রিল, ১৯৫৮ তারিখে বার্বাডোসের ব্রিজটাউনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এক কথায় ১৯৮০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের অনেক অবিস্মরণীয় ফাস্ট বোলারদের মধ্যে সর্বকালের সেরাদের কাতারে নিজেকে যুক্ত করেছিলেন। অগ্নিময়…

  • | | |

    জেমস লিলিহোয়াইট

    ২৩ ফেব্রুয়ারি, ১৮৪২ তারিখে সাসেক্সের ওয়েস্টহাম্পনেট এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। জন লিলিহোয়াইট নামীয় রাজমিস্ত্রির সন্তান ছিলেন। গুডউড পার্কে ক্রিকেট খেলতে শুরু করেন ও সেখানকার স্থানীয় ক্লাবে…