৩ মার্চ, ১৯৯৮ তারিখে বার্বাডোসে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে চলছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দীর্ঘকায় গড়নের অধিকারী। ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন। ভারতের বিপক্ষে ১০ ওভারে ১/২০ লাভ করেছিলেন। অনেকটা ভাগ্য গুণে প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছিলেন। অবেড ম্যাককয় আঘাতের কবলে পড়লে দল নির্বাচকমণ্ডলী তাঁকে স্থলাভিষিক্ত করে।
২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বার্বাডোস ট্রাইডেন্টস ও সেন্ট লুসিয়া জুকসের পক্ষে খেলেছেন। ১১ জানুয়ারি, ২০১৮ তারিখে ব্রিজটাউনে বার্বাডোস বনাম গায়ানার মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। প্রথম ইনিংসে পাঁচ-উইকেট লাভসহ খেলায় আট উইকেট দখল করেন। তবে, ঐ খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল। তাসত্ত্বেও অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।
এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নিয়মিত সদস্যের মর্যাদা পান। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পক্ষে প্রথম খেলেন। পরের মৌসুমে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি অনানুষ্ঠানিক টেস্টে ১৫ উইকেট পেয়েছিলেন। ২০১৯-২০ মৌসুমে ১৮.৯১ গড়ে ৩৬ উইকেট দখল করেন। দ্বিতীয় সর্বাধিক উইকেট নিয়ে বার্বাডোসের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন।
২০২০ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশগ্রহণ করছেন। ২০২০-২১ মৌসুমে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে নিউজিল্যান্ড গমন করেন। ১১ ডিসেম্বর, ২০২০ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অংশ নেন। জশুয়া ডা সিলভা’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। টম ল্যাথামকে বিদেয় করে নিজস্ব প্রথম উইকেটের সন্ধান পান। অভিষেক টেস্ট থেকে দুই উইকেট লাভ করেন। খেলায় তিনি ২/১১০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৮* ও ১৩* রান সংগ্রহ করেছিলেন। হেনরি নিকোলসের অসাধারণ শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ১২ রানে জয়লাভ করলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
