২৬ মে, ১৯৪৭ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার, প্রশাসক ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
সঠিকমানের ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে সীমিত পর্যায়ে আক্রমণাত্মক শট খেললে প্রায়শঃই সমালোচিত হতেন। পরবর্তীতে দলের প্রয়োজনে দ্রুতলয়ে রান সংগ্রহে তৎপর হন ও একদিনের খেলার উপযোগী সৃজনশীল ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড দলকে প্রতিষ্ঠিত করতে আশাতীত অবদান রেখে গেছেন ও নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ড দল বার্ট সাটক্লিফ ও জন আর রিডের ন্যায় কিছু অসাধারণ ক্রিকেটার ব্যক্তিগত সাফল্যে নিউজিল্যান্ড দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান। তবে, বিদেশী গণমাধ্যমে নিউজিল্যান্ড দলকে পরিচিতি ঘটাতে তিনি অন্যতম ভূমিকা রাখেন।
১৯৬৪-৬৫ মৌসুম থেকে ১৯৮২-৮৩ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস ও ওতাগো এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ডুনেডিনের মাঠে ব্যাটিংয়ে প্রভূত্ব দেখান ও ইংল্যান্ডের কাউন্টি মাঠে নিজেকে সঠিকভাবে তুলে ধরেন। নিবেদিতপ্রাণ ও একাগ্রচিত্তে পেশাদারী পর্যায়ে খেলতেন। তবে, প্রায়শঃই নিজ দেশে শৌখিন প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১০০০ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী হন। ১৯৭৩ সালে মে মাসের পূর্বেই এ সফলতা পান।
১৯৬৯ থেকে ১৯৮৩ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ৪১ টেস্ট ও সমসংখ্যক ওডিআইয়ে অংশ নেন। ১৯৬৮-৬৯ মৌসুমে নিজ দেশে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৬৯ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যারি মিলবার্ন ও ব্রায়ান হ্যাস্টিংসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ৪০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ৫ উইকেটে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৬৯ সালে গ্রাহাম ডাউলিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে প্রথমবারের মতো ইংল্যান্ড গমন করেন। ২৪ জুলাই, ১৯৬৯ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৫ ও ৪৩* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ২৩০ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৭১-৭২ মৌসুমে গ্রাহাম ডাউলিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের অন্যতম সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ৯ মার্চ, ১৯৭২ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে পৌঁছানোকালে টেস্টে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ২ ও ৯৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এ সফরে ব্যাপক রানের সন্ধান পান। তন্মধ্যে, জর্জটাউনে দুই ইনিংস থেকে ২৫৯ রান তুলেছিলেন। প্রথম নিউজিল্যান্ডীয় হিসেবে একই টেস্টে দুইটি শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। এরফলে, দর্শকেরা তাঁকে ‘মিস্টাহ রানস’ ডাকনামে ভূষিত করে।
১৯৭২-৭৩ মৌসুমে নিজ দেশে ইন্তিখাব আলমের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত সফররত পাকিস্তান দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ২৭ রানে পৌঁছানোকালে টেস্টে ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৩৭ ও ২৪ রান সংগ্রহ করেছিলেন। তবে, স্বাগতিক নিউজিল্যান্ড দল ইনিংস ও ১৬৬ রানের ব্যবধানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে যায়।
১৯৭৩-৭৪ মৌসুমে বেভান কংডনের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া গমন করেন। ২৯ ডিসেম্বর, ১৯৭৩ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। একবার ব্যাটিংয়ে নেমে ৬ রান সংগ্রহ করেছিলেন। তবে, আঘাতের কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি। স্বাগতিক অস্ট্রেলিয়া দল ইনিংস ও ২৫ রানের ব্যবধানে জয় তুলে নিলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৭৫-৭৬ মৌসুমে নিজ দেশে বিষেন বেদী’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ১৩ ফেব্রুয়ারি, ১৯৭৬ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ৪৩ রানে পৌঁছানোকালে টেস্টে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। একবার ব্যাটিংয়ে নেমে ৬৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ইনিংস ও ৩৩ রানে জয় পেলে স্বাগতিকরা সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়েছিল।
১৯৭৬-৭৭ মৌসুমে কিউই দলের নেতৃত্বে থেকে ভারত সফরে যান। ১৮ নভেম্বর, ১৯৭৬ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১১৩ ও ৩৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা এগিয়ে যায়।
একই মৌসুমে নিজ দেশে গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৫ ফেব্রুয়ারি, ১৯৭৭ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৪ ও ২৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা প্রায় দুইদিন বাকী থাকতেই ১০ উইকেটে জয় তুলে নিলে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। এরপর, নিউজিল্যান্ড বোর্ডের সাথে তাঁর চুক্তির বিষয়ে মতানৈক্য ঘটায় ১৯৮২-৮৩ মৌসুম পর্যন্ত প্রায় ছয় বছর টেস্ট জগতের বাইরে অবস্থান করেন।
১৯৮২-৮৩ মৌসুমে নিজ দেশে সোমাচন্দ্র ডি সিলভা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ১১ মার্চ, ১৯৮৩ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১০ ও ২৯ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিক দল ৬ উইকেটে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে। প্রসঙ্গতঃ এটিই নিউজিল্যান্ডের প্রথমবারের মতো উপর্যুপরী দ্বিতীয় টেস্ট জয় ছিল। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশ নেন।
১৯৯০ সালে নিউজিল্যান্ড স্পোর্টস হল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮৫-৮৬ মৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড গমনার্থে নিউজিল্যান্ডের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। ১৯৯৫ সালে পুণরায় এ দায়িত্ব পান। এরপর, কোচিং জগতের দিকে ধাবিত হন। ওতাগো দলের কোচ ছিলেন। দুই মেয়াদে নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করেছেন। আগস্ট, ২০০৭ সালে জাতীয় দল নির্বাচক হিসেবে মনোনীত হন। ব্রায়ান নামীয় ভ্রাতা কবি ও গ্রেগ গল্ফার। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ১৯৯৫, ১৯৯৮ ও ২০০১ সালে ডুনেডিনের মেয়র সুখী নাম্নী ভারতীয় রমণীকে বিয়ে করেন।