Skip to content

মনসুর আখতার

1 min read

২৫ ডিসেম্বর, ১৯৫৭ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৭৪-৭৫ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী, সিন্ধু ও ইউনাইটেড ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন। ৮ ফেব্রুয়ারি, ১৯৭৭ তারিখে করাচী হোয়াইটসের সদস্যরূপে কোয়েটার বিপক্ষে প্রথম উইকেটে ৫৬১ রানের বিশ্বরেকর্ড দাঁড় করান। ওয়াহিদ মির্জা ৩২৪ ও তিনি ২২৪ রানে অপরাজিত ছিলেন।

১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়কালে পাকিস্তানে পক্ষে সর্বমোট ১৯ টেস্ট ও ৪১টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৮০-৮১ মৌসুমে নিজ দেশে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২১ নভেম্বর, ১৯৮০ তারিখে করাচীতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

একই সফরের ২৪ নভেম্বর, ১৯৮০ তারিখে লাহোরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তেমন সুবিধে করতে পারেননি। ১৩ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, ইমরান খানের শতকের কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

১৯৮৯-৯০ মৌসুমে ইমরান খানের অধিনায়কত্বে পাকিস্তানী দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ১২ জানুয়ারি, ১৯৯০ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশগ্রহণ করেন। ৫ ও ১৪ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ওয়াসিম আকরামের অনবদ্য বোলিংশৈলী প্রদর্শন স্বত্ত্বেও স্বাগতিকরা ৯২ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হলেও ১৯৯৭-৯৮ মৌসুম পর্যন্ত ইউনাইটেড ব্যাংক লিমিটেডের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা চালিয়ে যান। এক দশকের অধিক সময় ইউনাইটেড ব্যাংকের ক্রীড়া বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।