|

মৈয়াঙ্ক আগরওয়াল

১৬ ফেব্রুয়ারি, ১৯৯১ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। প্রণব কুমার পাণ্ডে ও সুচিত্রা সিং দম্পতির সন্তান তিনি। একই এলাকা থেকে রাহুল দ্রাবিড়ের ন্যায় তারকা খেলোয়াড়ের উত্থান ঘটলেও তাঁর খেলার ধরন অনেকাংশেই বীরেন্দ্র শেহবাগের অনুরূপ। ভারতের টেস্ট দলের সদস্য। বলকে সপাটে মারেন ও বড় ধরনের রান সংগ্রহে তৎপরতা দেখান। সচরাচর ইনিংস উদ্বোধনে নামেন ও দলকে দূর্দান্তভাবে এগিয়ে নিয়ে যান। আগ্রাসী ভূমিকার কারণে পরিচিতি পেয়েছেন।

২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটক ও দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বেলাগাভি প্যান্থার্স, বেলারি তুস্কার্স, চেমপ্লাস্ট, দিল্লি ডেয়ারডেভিলস, ইন্ডিয়া ব্লু, ইন্ডিয়া রেড, কিংস ইলাভেন পাঞ্জাব, মাদ্রাজ ক্রিকেট ক্লাব, রাইজিং পুনে সুপারজায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও শামানুর দেবাঙ্গিরি ডায়মন্ডসের পক্ষে খেলেছেন।

২০০৮-০৯ মৌসুমে কোচবিহার ট্রফি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ দলের সফলতম রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। পাঁচ খেলা থেকে ৪৩২ রান তুলেছিলেন। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও তাঁর খেলার মান আশাপ্রদ ছিল না। ২০১২ সালের শেষদিকে বিজয় হাজারে ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয়। এর কিছুদিন পর ২০১৩ সালে কর্ণাটকের সদস্যরূপে ঝাড়খণ্ডের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। ১৪৪ বল থেকে ৯০ রান তুলেছিলেন তিনি। তবে, ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শন করতে না পারায় প্রায়শঃই রাজ্য দলে আসা-যাবার পালায় অবস্থান করতেন।

২০১৭ সালে স্বর্ণালী সময় অতিবাহিত করেন ও তাঁর খেলার বাঁক ঘুরে যায়। নভেম্বর, ২০১৭ সালে মহারাষ্ট্রের বিপক্ষে নিজস্ব প্রথম মনোরম ত্রি-শতক হাঁকান। এরফলে, দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপর থেকে স্বপ্ন বাস্তবায়নে তৎপর হতে থাকেন ও রানের ফল্গুধারা অব্যাহত রাখেন। ২০১৭-১৮ মৌসুমের রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। এরপর, একই বছর বিজয় হাজারে ট্রফিতেও দূর্দান্ত খেলতে থাকেন। মাত্র আট খেলা থেকে ৭২৩ রান তুলে ব্যাটিং তালিকায় শীর্ষে অবস্থান করেন। এরফলে, রঞ্জী ট্রফিতে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ জুন, ২০১৮ সালে বিসিসিআই কর্তৃপক্ষ তাঁকে মাধবরাও সিন্ধিয়া পুরস্কারে ভূষিত করে।

২০১৮ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বর, ২০১৮ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনার্থে ভারতের টেস্ট দলের সদস্যরূপে মনোনীত হন। তবে, ঐ সফরে সিরিজের কোন খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। কয়েক মাস পর কর্ণাটকের উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ’ আঘাতের কারণে দল থেকে বাদ পরলে শূন্যতা পূরণে তাঁকে ২০১৮-১৯ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরের জন্যে অন্তর্ভুক্ত করা হয়। অবশেষে, এমসিজিতে বক্সিং ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পান। ২৬ ডিসেম্বর, ২০১৮ তারিখে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। স্মরণীয় মুহূর্ত অতিবাহিত করেন। ৭৬ রান তুলে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী হন। এছাড়াও, প্রথম ইনিংসে ৪২ রান সংগ্রহসহ খেলায় তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। যশপ্রীত বুমরা’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ১৩৭ রানে জয় তুলে নেয় ও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

শুরুতে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় তাঁকে ভারত দলে রাখা হয়নি। কিন্তু, আঘাতের কারণে বিজয় শঙ্করকে দলের বাইরে রাখা হলে অনেকটা অপ্রত্যাশিতভাবে ইংল্যান্ড গমনার্থে দলের সদস্য করা হয়। তবে, প্রথম একাদশের বাইরেই তাঁকে রাখা হয়।

টেস্ট ক্রিকেটে নিজস্ব দক্ষতা ও ফুরফুরে মেজাজ অব্যাহত রাখতে থাকেন। ২০১৯-২০ মৌসুমে নিজ দেশে ফাফ ডু প্লিসি’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। নিজস্ব প্রথম টেস্ট শতক হাঁকান। ধীরলয়ে হলেও নিজেকে দলের নিয়মিত সদস্যের আসনে নিয়ে আসেন। রোহিত শর্মা’র সাথে উদ্বোধনী জুটিতে তিনবার শতরান তুলেন।

১০ অক্টোবর, ২০১৯ তারিখে পুনেতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ৩ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ১০৮ রান সংগ্রহ করেছিলেন। দলীয় অধিনায়ক বিরাট কোহলি’র অসাধারণ দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ১৩৭ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

২০১৯-২০ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের অন্যতম সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড গমন করেন। ৫ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। ২১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৪ ও ৫৮ রান সংগ্রহ করেন। তবে, টিম সাউদি’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে টম ল্যাথামের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৩ ডিসেম্বর, ২০২১ তারিখে মুম্বইয়ে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন। ১৫০ ও ৬২ রান সংগ্রহ করেছিলেন। তাঁর দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যে খেলায় স্বাগতিকরা ৩৭২ রানে জয় পেয়ে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২১ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৬০ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। কেএল রাহুলের দূর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সফরকারীরা ১১৩ রানে পরাভূত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২১-২২ মৌসুমে নিজ দেশে ডিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ১২ মার্চ, ২০২২ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪ ও ২২ রান সংগ্রহ করেছিলেন। তবে, শ্রেয়াস আয়ারের অসামান্য ব্যাটিংশৈলীর কল্যাণে ঐ টেস্টে তাঁর দল ২৩৮ রানে জয়লাভ করে ও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।

অধিনায়ক কেএল রাহুলের পর পাঞ্জাব কিংসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে চিত্রিত হয়ে আছেন। ২০১৯ সালে দুইটি অর্ধ-শতক সহযোগে ২৫.৫৩ গড়ে ৩৩২ রান তুলেছেন। ২০২০ সালেও চমৎকার খেলা উপহার দিয়েছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মনোমুগ্ধকর শতক হাঁকিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডাবল সুপার-ওভারে ব্যাপক প্রভাব ফেলেন। তাঁর পিতা প্রণব কুমার পাণ্ডে বডিবিল্ডার ও রাজ কিষান নামীয় ভ্রাতা রাজ্য পর্যায়ে ক্রিকেট খেলেছে। ২০১৮ সালে অসীতা সুদ নাম্নী রমণীর সাথে বৈবাহিক চুক্তিতে আবদ্ধ হন।

Similar Posts

  • | |

    ক্রিস গেইল

    ২১ সেপ্টেম্বর, ১৯৭৯ তারিখে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেছেন। বামহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হয়েছিলেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিং কর্মে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) উচ্চতার অধিকারী। ডাডলি গেইল ও হাজেল গেইল দম্পতির সন্তান। ১৯৯৮-৯৯ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর…

  • |

    এনামুল হক, ১৯৯২

    ১৬ ডিসেম্বর, ১৯৯২ তারিখে পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। দৃষ্টিনন্দন শট খেলে সকলের মন জয় করেন। ২০১০-এর দশকের শুরুরদিক থেকে বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বিকেএসপিতে অধ্যয়ন করেছিলেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে জন্মগ্রহণ করায় বিদ্যালয়ের জনৈক শ্রদ্ধাভাজন শিক্ষক তাঁকে ‘বিজয়’…

  • | |

    ফ্রাঙ্ক ইরিডেল

    ১৯ জুন, ১৮৬৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের সারে হিলস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও সাংবাদিক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। জনৈক আয়রনমোঙ্গার ও আইরিশ বংশোদ্ভূত স্ত্রীর সন্তান ছিলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। রক্ষণাত্মক ধাঁচ অবলম্বনসহ চমৎকার মারমুখী ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন। সতেরো বছর বয়সে সফররত…

  • |

    ফ্রেড মর্লে

    ১৬ ডিসেম্বর, ১৮৫০ তারিখে নটিংহ্যামশায়ারের সাটন-ইন-অ্যাশফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবেই দলে সমধিক ভূমিকা পালন করতেন। বামহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। জন্ম নিবন্ধন সনদে তিনি ‘ফ্রেডরিক মর্লে’ নামে পরিচিতি পান। ছোটখাটো ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা ও পৌনে এগারো স্টোন (৬৬ কেজি)…

  • | | | |

    অ্যান্ডি পাইক্রফ্ট

    ৬ জুন, ১৯৫৬ তারিখে সলসবারিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক, রেফারি ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘকায় গড়নের অধিকারী ও উচ্চ মানসম্পন্ন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনে বেশ সুনাম কুড়িয়েছিলেন। জিম্বাবুয়ের সহযোগী দেশ হিসেবে ক্রিকেটে নিজের…

  • |

    চার্লি গ্রিফিথ

    ১৪ ডিসেম্বর, ১৯৩৮ তারিখে বার্বাডোসের পাই কর্নার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৬০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দীর্ঘকায় গড়ন, পেশীবহুল ও অপরিসীম শক্তিমত্তার অধিকারী হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের প্রতিমূর্তি ছিলেন। পা বরাবর ইয়র্কার কিংবা…