|

জুনায়েদ সিদ্দিকী

৩০ অক্টোবর, ১৯৮৭ তারিখে রাজশাহীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, মাঝে-মধ্যে ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে অগ্রসর হন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

সচরাচর ব্যাটিং উদ্বোধনে নেমে থাকেন। পিছনের পায়ে ভর রেখে বেশ উঁচুতে ব্যাট তুলে দৃষ্টিনন্দন ব্যাটিং কর্মে অগ্রসর হন। তামিম ইকবালের সাথে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক খেলা উপহার দিতেন। নিজস্ব ঘরানায় নিশ্ছিদ্র পন্থা অবলম্বনে রান তুলতেন। তবে, ওডিআইয়ে এ ছন্দ ফিরে পাননি।

তাঁর পূর্ব-পুরুষ পাকিস্তানী বংশোদ্ভূত। শিয়ালকোটে তাঁরা বাস করতেন। ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। ‘ইমরোজ’ ডাকনামে পরিচিতি পান। ২০০৩-০৪ মৌসুম থেকে পক্ষে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে উত্তরাঞ্চল ও রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রাইডার্সের পক্ষে খেলেছেন। ১০ ডিসেম্বর, ২০০৩ তারিখে কুমিল্লায় অনুষ্ঠিত রাজশাহী বিভাগের সদস্যরূপে রাজশাহী বিভাগের মোকাবিলা করেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ও দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।

২০০৭ থেকে ২০১২ সময়কালে বাংলাদেশের পক্ষে সব মিলিয়ে ১৯ টেস্ট, ৫৪টি ওডিআই ও সাতটিমাত্র টি২০আইয়ে অংশ নিয়েছেন। ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাকে ৩০-সদস্যের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। তবে, চূড়ান্ত দলে ঠাঁই পাননি। ২০ বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি২০ বিশ্ব চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দলের সদস্য হন।

২০০৭-০৮ মৌসুমে মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্বে নিউজিল্যান্ড সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০০৭ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

অভিষেক টেস্টে ইতিবাচক খেলার প্রবণতা লক্ষ্য করা যায়। ৪ জানুয়ারি, ২০০৮ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত সিরিজে প্রথম টেস্টে অংশ নেন। সাজিদুল ইসলাম ও তামিম ইকবালের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৭৪ রানের মনোমুগ্ধকর ইনিংস উপহার দেন। অবশ্য প্রথম ইনিংসে ১ রান সংগ্রহ করতে পেরেছিলেন। স্বাগতিক দল নয় উইকেটে জয় তুলে নেয় ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

ফিরতি সিরিজেও নিউজিল্যান্ড দলকে বেশ বেগ পাইয়ে দেন। ৮৫ রানের ইনিংস খেলে দলটির বিপক্ষে বাংলাদেশের প্রথম ওডিআই জয়ে সবিশেষ ভূমিকা রাখেন। তবে, এরপর থেকে বিশেষ করে ওডিআইয়ে রান খরায় ভুগতে থাকেন। শর্ট বল মোকাবেলায় বেশ দূর্বলতার পরিচয় দিয়েছেন। প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের ফাস্ট বোলিংয়ের বিপক্ষে বেশ হিমশিম খান। তবে, মার্চ, ২০১০ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এ দূর্বলতাকে উপেক্ষা করে ইংল্যান্ডের বিপক্ষে নিজস্ব প্রথম শতক হাঁকিয়েছিলেন।

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন। তবে, রান খরায় ভুগেছিলেন। ৬ খেলায় অংশ নেন ও ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান তুলেন। টেস্টেও ছন্দহীনতার কবলে পড়েন। ১৩ নভেম্বর, ২০১২ তারিখে ঢাকায় অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েন। সফরকারীরা ৭৭ রানে জয় তুলে নেয়। ৭ ও ২০ রান সংগ্রহ করেছিলেন।

এনামুল হকের উত্থানে তাঁর দলে ফিরে আসার সুযোগ আরও স্তিমিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হলেও ঘরোয়া আসরের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে থাকেন। ৯ অক্টোবর, ২০২১ তারিখে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক টি১০ লীগ খেলার জন্যে মনোনীত হন। বিশেষ প্রাধিকারপ্রাপ্ত মার্থা এরাবিয়ান্সের পক্ষে খেলেন। এরফলে, মোহাম্মদ সাইফুদ্দিনের পর তিনি দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এ প্রতিযোগিতায় যোগ দেন।

Similar Posts

  • | | |

    জো রুট

    ৩০ ডিসেম্বর, ১৯৯০ তারিখে ইয়র্কশায়ারের শেফিল্ডে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক কিংবা লেগ-ব্রেক বোলিং করেছেন। ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। হেলেন ও ম্যাট রুট দম্পতির জ্যেষ্ঠ সন্তান তিনি। খেলোয়াড়ী জীবনের শুরুতে শেফিল্ড কলেজিয়েট সিসি’র পক্ষে খেলেছেন। এ…

  • |

    আলফ্রেড স্কট

    ২৯ জুলাই, ১৯৩৪ তারিখে জ্যামাইকার স্প্যানিশ টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক বোলিংয়ে দক্ষ ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পিতা অস্কার টমি স্কট ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৪০-এর দশকে সেন্ট জর্জেস কলেজে অধ্যয়ন করেছেন। এ…

  • | | | |

    লালা অমরনাথ

    ১১ সেপ্টেম্বর, ১৯১১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের কপুর্থালা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, সাংবাদিক, ধারাভাষ্যকার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, উইকেট-রক্ষকেরও দায়িত্ব পালন করতেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। পাঞ্জাবের কপুর্থালায় সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও লাহোরে শৈশবকাল অতিবাহিত করেন। সন্দেহাতীতভাবে…

  • | | |

    কিথ ফ্লেচার

    ২০ মে, ১৯৪৪ তারিখে ওরচেস্টারে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ‘নোম’ ডাকনামে ভূষিত কিথ ফ্লেচার ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী। ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটীয় প্রতিভার অধিকারী ছিলেন। আকর্ষণীয় ব্যাটসম্যান হিসেবে তাঁর বেশ সুনাম ছিল।…

  • |

    ব্লেসিং মুজারাবানি

    ২ অক্টোবর, ১৯৯৬ তারিখে হারারের হাইফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নামেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘ ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী। সহজাত পেস ও বাউন্স সহযোগে বোলিং কর্মে অগ্রসর হন এবং মরনে মরকেলের চেয়েও নিজেকে এগিয়েছিলেন। ২০১০-এর…

  • | |

    ফ্রান্সিস ম্যাককিনন

    ৯ এপ্রিল, ১৮৪৮ তারিখে লন্ডনের প্যাডিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন তিনি। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। হ্যারোভিয়ান হিসেবে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। এক পর্যায়ে কেমব্রিজের অধীনে সেন্ট জোন্স কলেজে দারুণ খেলে ব্লু আদায় করে নিতে সক্ষম হন। ১৮৭০ সালে অক্সফোর্ডের…