২১ ফেব্রুয়ারি, ১৮৮৩ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট, অরেঞ্জ ফ্রি স্টেট ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৫-০৬ মৌসুম থেকে ১৯৩০-৩১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। সচরাচর ইনিংস উদ্বোধনে নামতেন। অনেকগুলো বছর কেপটাউনের পক্ষে খেলেছেন। ১৯১২ সালের নিজের স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেন। এ পর্যায়ে সহস্র রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন। বিশের বয়সের শুরুরদিকে থেকে ৪৭ বছর বয়সে এসে কারি কাপ প্রতিযোগিতায় ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলেছেন। এরপর, অরেঞ্জ ফ্রি স্টেটে যোগ দেন। দলটির সদস্যরূপে এস. কে. কোয়েনের (১৬৫) সাথে দ্বিতীয় উইকেটে ৩০৫ রান তুলে নতুন রেকর্ড দাঁড় করান। তিনি ১৮৬ রান সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে, গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের পক্ষে খেলেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেন।
১৯১০ থেকে ১৯২৭ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। নিজ দেশে ১৯০৯ সালে ও ১৯২৭ সালে যথাক্রমে পাঁচ ও দুই এবং ১৯২৪ সালে এইচ. ডব্লিউ. টেলরের নেতৃত্বাধীন দলের সহঃঅধিনায়কের দায়িত্ব নিয়ে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট খেলেন।
১৯০৯-১০ মৌসুমে নিজ দেশে হেনরি লেভসন-গাওয়ারের নেতৃত্বাধীন নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯১০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। বিলি জাল্ক, লুইস স্ট্রিকার ও টম ক্যাম্পবেলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৮ ও ১৯ রান সংগ্রহ করেন। সফরকারীরা ১৯ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৬ ফেব্রুয়ারি, ১৯১০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩০ রান অতিক্রম করেন। ঘটনাবহুল এ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ১ ও দলীয় সংগ্রহ ৩১/১ থাকাকালে আঘাতের কবলে পড়েন। তবে, দলের সংগ্রহ ৫৭/২ থাকাকালে পুণরায় মাঠে ফিরে আসেন। খেলায় তিনি ৩৯ ও ২ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৩ উইকেটে পরাজয়বরণ করলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এছাড়াও, ১৯১১ সালে পি. ডব্লিউ. শারওয়েলের নেতৃত্বাধীন দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেছিলেন। তবে, কোন টেস্ট খেলার সুযোগ পাননি।
১৯২৪ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর হার্বি টেলরের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে ইংল্যান্ড গমন করেন। ১৪ জুন, ১৯২৪ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী অংশ নেন। এ. ই. আর. জিলিগান ও এম. ডব্লিউ. টেট অপরিবর্তিত থেকে বোলিং করলে সফরকারীরা প্রথম ইনিংসে মাত্র ৩০ রানে গুটিয়ে যায়। খেলায় তিনি অপরাজিত ১ ও ২৯ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৮ রানে পরাজিত হলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
১৯২৭-২৮ মৌসুমে নিজ দেশে রনি স্ট্যানিফোর্থের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩১ ডিসেম্বর, ১৯২৭ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৪২ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১৩ ও ৪৭ রান সংগ্রহ করেন। স্বাগতিকরা ৮৭ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ১৬.৯০ গড়ে ৩৫৫ রান সংগ্রহ করতে পেরেছিলেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায়ও দক্ষতার স্বাক্ষর রাখেন। আউট-সাইড কিংবা ইনসাইড-রাইট অবস্থানে ফুটবল খেলতেন। সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন ও ওয়েস্টার্ন প্রভিন্স এফ.এ’র প্রশাসকের দায়িত্ব পালন করেন।
২৮ জুলাই, ১৯৫৬ তারিখে কেপ প্রভিন্সের সী পয়েন্ট এলাকায় ৭৩ বছর ১৫৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তাঁর সম্মানার্থে কেপটাউনভিত্তিক ক্লাব ক্রিকেটে সেরা ফিল্ডারকে মিক কোমেইল ট্রফি পুরস্কার হিসেবে দেয়া হয়।
