২৪ অক্টোবর, ১৮৬৯ তারিখে বারমুডায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানহাতে কার্যকর মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে বিশ্বস্ত ব্যাটসম্যানের পরিচয় দিতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৯-৯০ মৌসুম থেকে ১৯০৫-০৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯ বছর বয়সে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে আসা এমসিসি দলের বিপক্ষে পিটারমারিৎজবার্গ দ্বাবিংশতিতম দলের সদস্যরূপে ৯/৪০ লাভ করেছিলেন। জানুয়ারি, ১৮৯৬ সালে লর্ড হকের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে আরএম পুরের (১১২) সালে দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৪ রান তুলেন।
১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৬-৯৭ মৌসুমে নিজ দেশে টিম ও’ব্রায়ানের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬ তারিখে পোর্ট এলিজাবেথের জিকিবার্হায় অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। যোসেফ উইলোবি, ফ্রেডরিক কুক, বোনর মিডলটন, জিমি সিনক্লেয়ার, রবার্ট গ্লিসন ও রবার্ট পুরের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে মাত্র ০ ও ৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ১/২০ ও ০/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এরফলে, অপর দুই টেস্ট খেলার জন্যে তাঁকে দলে রাখা হয়নি। খেলায় তাঁর দল ২৮৮ রানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
জানুয়ারি, ১৯০৬ সাল পর্যন্ত নাটালের পক্ষে খেলেন। পিএফ ওয়ার্নারের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করেন। প্রথম ইনিংসে ৫/১৮ পান। চিত্তাকর্ষক ঐ খেলায় সফরকারীরা চার উইকেটে জয় পায়। ৬ ডিসেম্বর, ১৯৪০ তারিখে নাটালের পিটারমারিৎজবার্গে ৭১ বছর ৪৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
