৭ সেপ্টেম্বর, ১৮৫৭ তারিখে ভিক্টোরিয়ার কলিংউড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
নিজের সেরা দিনগুলোয় মারকুটে ব্যাটসম্যানের পরিচিতি লাভ করেন। ১৮৮৪-৮৫ মৌসুম থেকে ১৮৮৯-৯০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। রাজ্য দলের পক্ষে প্রথমবার আত্মপ্রকাশ ঘটিয়ে বিরাট সাফল্য পান। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৩৩ ও অস্ট্রেলীয় একাদশের সদস্যরূপে ভিক্টোরিয়ার বিপক্ষে ১২৫ রান সংগ্রহের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ড সফরের জন্যে অস্ট্রেলিয়া দলে যুক্ত হন। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত প্রথম-শ্রেণীর খেলাগুলো থেকে ৩২ গড়ে ৯৪৭ রান সংগ্রহ করেছিলেন। ১৮৮৩-৮৪ মৌসুমে মেলবোর্ন সিসি’র পক্ষে দেড় হাজারের অধিক রান তুলেছিলেন।
১৮৮৬ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। এ বছর অস্ট্রেলিয়ার পঞ্চম দলের সদস্য হিসেবে ইংল্যান্ড গমনের সুযোগ পান। ১৮৮০-এর দশকে অধিকাংশ খেলোয়াড়ই মাত্র এক টেস্টে অংশগ্রহণ করেছিলেন। দশ বছরে ২৭ টেস্ট অনুষ্ঠিত হয় ও দূর্ভাগ্যজনকভাবে ১৩জন খেলোয়াড়ের অন্যতম হিসেবে একটিমাত্র টেস্ট খেলার সুযোগ পান।
১৮৮৬ সালে টাপ স্কটের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যান। ১২ আগস্ট, ১৮৮৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর টেস্ট পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ২ ও ৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ২১৭ রানে জয় পেলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। তবে, ব্যক্তিগতভাবে এ সফরে তেমন সুবিধে করতে পারেননি। ১৫ গড়ে ৫৩৩ রান তুলেন।
৫ জুলাই ১৯৩৮ তারিখে ভিক্টোরিয়ার ক্যাম্বারওয়েল এলাকায় ৮০ বছর ৩০১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
