|

রঙ্গা সোহনী

৫ মার্চ, ১৯১৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের নিম্বাহেরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারত দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৩৫-৩৬ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বরোদা, হিন্দু, মহারাষ্ট্র ও বোম্বে দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪০-এর দশকের শুরুতে মহারাষ্ট্রের উত্থানে অন্যতম ভূমিকার স্বাক্ষর রেখেছিলেন। ঘরোয়া আসরের ক্রিকেটে তারকা অল-রাউন্ডারের মর্যাদা লাভ করেন। সঠিক সময়ে উঁচু স্তরের ক্রিকেট খেলার জন্যে তাঁকে মনোনীত করা হয়েছিল। প্রতিযোগিতাধর্মী অল-রাউন্ডার হিসেবে তিনি এর সবটুকুই সাদরে গ্রহণ করেছিলেন। প্রচণ্ড চাপের মুখে থেকেও ব্যাট হাতে বেশ ভালোমানের ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। পরিস্থিতির উত্তরণ ঘটার পূর্ব-পর্যন্ত নিজেকে সামলে নিতেন। এছাড়াও, ব্যাটিংবান্ধব ভারতীয় পিচেও অবিরাম বোলিং করে গেছেন।

বল হাতে নিয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়ে গেছেন ও ব্যাট হাতে অসামান্য যোদ্ধারূপে আবির্ভূত হয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের পক্ষে খেলেছেন। কাঁধে আঘাতের পূর্বে দ্রুতলয়ে কার্যকর বোলিং করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৯ গড়ে ৪৩০৭ রান ও ৩৩ গড়ে ২৩২ উইকেট দখল করেছেন। পরিসংখ্যানগত দিক দিয়ে হয়তোবা তেমন ভালো নয়; তবে, রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় ৩৫ গড়ে ২১৬২ রান সংগ্রহসহ ২৪ গড়ে ১৩৯ উইকেট দখল করেছিলেন। মহারাষ্ট্র দলের সদস্যরূপে ব্যাটিংবান্ধব পিচে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট ছিলেন। ঐ দশকে ব্যাটসম্যানদের দাপটে খুব কমই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন।

রঞ্জী ট্রফিতে মহারাষ্ট্রের প্রথম দুইটি শিরোপা বিজয়ে বিরাট ভূমিকা রাখেন। ১৯৩৯-৪০ ও ১৯৪০-৪১ মৌসুমে উপর্যুপরী দুই বছরে দলের অন্যতম সদস্য ছিলেন। তন্মধ্যে, দ্বিতীয় মৌসুমে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছিলে। ১৩১ গড়ে ৬৫৫ রান তুলেন।

তবে, তাঁর মিডিয়াম পেস সুইং বোলিং মূলতঃ ইংরেজ পরিবেশের উপযোগী ছিল। অধিকাংশ পরিবেশেই তাঁর বোলিংয়ের কার্যকরীভাব বজায় থাকতো না। এছাড়াও, বেশ ধীরলয়ে বোলিং করে ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত হয়েছিলেন।

১৯৪৬ থেকে ১৯৫১ সময়কালে ভারতের পক্ষে সব মিলিয়ে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ৮৩ রান সংগ্রহের পাশাপাশি ২ উইকেট দখল করেছিলেন। ১৯৪৬ সালে ইফতিখার আলী খান পতৌদি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ২০ জুলাই, ১৯৪৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। চান্দু সরবটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০/৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ৩ ও ১১* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এ সফরে কেবলমাত্র একবারই ভালোমানের খেলা প্রদর্শন করতে পেরেছিলেন। ওভাল টেস্টে নয় নম্বর অবস্থানে থেকে ২৯ রানে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেছিলেন।

১৯৫১-৫২ মৌসুমে নিজ দেশে নাইজেল হাওয়ার্ডের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৪ ডিসেম্বর, ১৯৫১ তারিখে বোম্বের বিএসে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। নিজের শেষ টেস্টে দশ নম্বর অবস্থানে মাঠে নেমে ২৮ রান তুলে ভারত দলকে পরাজয়বরণ করা থেকে রক্ষা করেন। প্রথম ইনিংসে ৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ১/৭২ ও ১/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। লোয়ারহাউজ ক্রিকেট ক্লাবের পক্ষে ১৯৫৮ সময়কালে খেলেছিলেন।

ভদ্র ও সুদর্শন রঙ্গা সোহনীকে ভি শান্তারম অভিনয় জগতে অংশ নেয়ার প্রস্তাবনা দেন। তবে, তিনি তা ফিরিয়ে দেন। এর পরিবর্তে বরোদা সরকারী কর্মকমিশন ও মহারাষ্ট্র সরকারী কর্মকমিশনে চাকুরী করেছেন।

১৯ মে, ১৯৯৩ তারিখে ৭৫ বছর ৭৫ দিন বয়সে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের থানা এলাকায় তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | | |

    মজিদ খান

    ২৮ সেপ্টেম্বর, ১৯৪৬ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, রেফারি ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দৃষ্টিনন্দন ক্রীড়াশৈলী উপহার দিয়ে তৎকালীন ইংরেজ শৌখিন ক্রিকেটে উজ্জ্বীবনী শক্তি জুগিয়েছিলেন। তেমন কিছু চেষ্টা…

  • | |

    ক্রিস গেইল

    ২১ সেপ্টেম্বর, ১৯৭৯ তারিখে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেছেন। বামহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হয়েছিলেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিং কর্মে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) উচ্চতার অধিকারী। ডাডলি গেইল ও হাজেল গেইল দম্পতির সন্তান। ১৯৯৮-৯৯ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর…

  • | |

    ক্রিস কেয়ার্নস

    ১৩ জুন, ১৯৭০ তারিখে মার্লবোরার পিকটনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে সবিশেষ পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়েছেন। অন্যতম সেরা অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে ডানহাতে আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে বিপজ্জ্বনক মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। তাঁর…

  • |

    গাই ডি অলউইস

    ১৫ ফেব্রুয়ারি, ১৯৬০ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৮০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। কিছুটা দীর্ঘদেহী ও চটপটে উইকেট-রক্ষক হিসেবে স্ট্যাম্পের…

  • | | |

    মোহাম্মদ ইউসুফ

    ২৭ আগস্ট, ১৯৭৪ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ মাঝারিসারিতে ধ্রুপদীশৈলীর ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের মর্যাদা লাভ করেছেন। এক পর্যায়ে তাঁকে পাকিস্তানের টেস্ট ও ওডিআইয়ে সর্বাধিক…

  • | | |

    জেরেমি কোনি

    ২১ জুন, ১৯৫২ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মজবুত গড়নের অল-রাউন্ডার ছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, স্লিপ অঞ্চলে ফিল্ডিংয়ে সবিশেষ পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ড দলে স্বল্প সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করলেও বেশ সফল ছিলেন। গড়পড়তা নিউজিল্যান্ডীয় বালকদের সাথে তাঁর শৈশবকালও তেমন বৈচিত্র্যময় ছিল না। খেলোয়াড়ী জীবনের শুরুতে রাগবি খেলায় জড়িয়ে…