৯ জুন, ১৯০৫ তারিখে ভিক্টোরিয়ার অ্যাস্কট ভেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
‘বুল’ ডাকনামে ভূষিত হয়েছিলেন ও ‘বুল আলেকজান্ডার’ নামেই অধিক পরিচিতি পেয়েছিলেন। শক্ত-সামর্থ, প্রশস্ত বক্ষের অধিকারী ছিলেন। বলে পেস আনয়ণ করতেন ও প্রতিদ্বন্দ্বিতামুখী ভূমিকায় অবতীর্ণ হতেন। ১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়ী জীবনের শুরুরদিকে ডন ব্র্যাডম্যানকে দুইবার বিদেয় করেছিলেন।
১৯৩৩ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৩২-৩৩ মৌসুমে বডিলাইন সিরিজের শেষদিকে অংশ নিয়েছিলেন। তবে, তাঁর অংশগ্রহণ বেশ তাৎপর্য্যপূর্ণ ছিল। ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৩ ফেব্রুয়ারি, ১৯৩৩ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। বল হাতে নিয়ে ১/১২৯ ও ০/২৫ বোলিং করেছিলেন। এছাড়াও, ১৭* ও ০ রান সংগ্রহ করেছিলেন। খেলায় সফরকারীরা খুব সহজেই ৮ উইকেটে জয় পেলে ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৩৫-৩৬ মৌসুমে দলের সাথে ভারত গমন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এআইএফের সাথে ক্রিট, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করেন। এরপর, মার্ভ হিউজের জন্মস্থান ইউরোয়ায় বসবাস করতে থাকেন। ১৯৭২ সালে ক্রিকেটে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এমবিই উপাধীতে ভূষিত হন। ১৫ এপ্রিল, ১৯৯৩ তারিখে ভিক্টোরিয়ার ইস্ট মেলবোর্ন এলাকায় ৮৭ বছর ৩১০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন অস্ট্রেলীয় বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হয়েছিলেন। তাঁর মৃত্যুর ফলে কিথ রিগ এ সম্মাননার অধিকারী হন।
